“এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে।” ২০১৮, ২০২২ এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। ক) কোন সংসারের কথা বলা হয়েছে? খ) বড় পিসিমা কে? খ) গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? ক) কোন সংসারের কথা বলা হয়েছে? আলোচ্য উদ্ধৃতিটি লেখিকা মহাশ্বেতা দেবী র ‘ ভাত ’ গল্প থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি কলকাতার একটি বনেদি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে ‘সংসার’ বলতে এই পরিবারের কথাই বলা হয়েছে। খ) বড় পিসিমা কে? বড় পিসিমা হচ্ছেন এই বনেদি বাড়ির সর্বময় কর্ত্রী। তিনি একজন অবিবাহিতা বয়স্কা মহিলা। সংসারের প্রতি রয়েছে তার গভীর দায়িত্ববোধ। বাড়ির লোকেরা বলে তার বিয়ে হয়েছে শিব ঠাকুরের সঙ্গে। খ) গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়? মহাশ্বেতা দেবীর ছোট গল্প ‘ ভাত ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো বড় পিসীমা। কারণ, তিনি এই বাড়ির সর্বময় কর্ত্রী। ১) ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ : এই বাড়ির বুড়ো কর্তার স্ত্রী বিয়োগ হলে তিনি তার জ্যেষ্ঠা বিবাহযোগ্য কন্যাকে বিবাহ দেননি। সংসার সামলানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ঈশ্বরের প্রতি গভীর অনুরাগে তিনি এই দায়িত্ব খুশি...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর