সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বঙ্গভূমির প্রতি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Bangabhumi prati - Written by Michael Madhusudan Dutta

বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত My native Land, Good Night!” – Byron রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃকোকনদে। প্রবাসে দৈবের বশে, জীবতারা যদি খসে এ দেহ-আকাশ হতে, – নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন-নদে? কিন্তু যদি রাখ মনে, নাহি, মা, ডরি শমনে; মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃতহ্রদে। সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন; – কিন্তু কোন্ গুণ আছে, যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্মদে! তবে যদি দয়া কর, ভুল দোষ, গুণ ধর, অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে! – ফুটি যেন স্মৃতি-জলে, মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্তে, কি শরদে! --------__------ বঙ্গভূমির প্রতি কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 👈

বঙ্গভূমির প্রতি - মাইকেল মধুসূদন দত্ত

 বঙ্গভূমির প্রতি - মাইকেল মধুসূদন দত্ত (Prescribed for classes IX & X,  ICSE (Syllabus) Examination) Subject : Bengali ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি পড়ো 👈 ১) “এ মিনতি করি পদে” ক) উদ্ধৃত অংশটি কার লেখা কোন কবিতা থেকে নেয়া হয়েছে? খ) ‘মিনতি’ শব্দের অর্থ কী? গ) এই কবিতায় কে কাকে কেন মিনতি করছেন? উত্তর : ক) উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ‘ বঙ্গভূমির প্রতি’ কবিতা থেকে নেয়া হয়েছে। খ) ‘মিনতি’ শব্দের অর্থ হলো করুণ অনুরোধ বা করুণা প্রার্থনা করা। গ) এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির অর্থাৎ তাঁর জন্মভূমির কাছে করুণা প্রার্থনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন বিরল প্রতিভার অধিকারী কবি। নিজের এই প্রতিভার প্রতি তার বিশ্বাস ছিল অপার। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় তাঁর উচ্চাকাঙ্ক্ষা। তিনি বিশ্বাস করতেন ইউরোপে গেলে তাঁর কবি প্রতিভার যথাযথ বিকাশ ঘটবে। এবং জগত সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন। এই ভাবনা থেকেই তিনি নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত করেন। এই সিদ্ধান্ত নিলেও তিনি নিজ জন্মভূমিকে ভালবাসতেন এবং তার করুণা থেকে বঞ্চিত হতে চাইতেন না। এ কার...