উচ্চমাধ্যমিক বাংলা ভাষা বিভাগের প্রশ্ন ও উত্তর
ক) ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা :
১) ভাষাবিজ্ঞান কী? ভাষাবিজ্ঞানের স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
২) ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
৩) ভাষাবিজ্ঞান ও ভাষাতত্ত্বের পার্থক্য দেখাও।
৪) ভাষাবিজ্ঞানের ধারাকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? যে-কোনো একটি ধারার সংক্ষিপ্ত বিবরণ দাও। - ২০১৯
৫) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে? এর বিভিন্ন পর্যায়গুলো কী কী?
৬) তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে? এর পাঁচটি বৈশিষ্ট্য লেখো।
৭) ফলিত ভাষাবিজ্ঞান কী? এর বিভিন্ন শাখার নাম উল্লেখ করো। এর যে কোন একটি শাখার সংক্ষিপ্ত বিবরণ দাও। ২০১৯, ২০২২
৮) শৈলী বিজ্ঞানের কাজ কী? শ্রেণীবিজ্ঞানের প্রথা ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
খ) ধ্বনিতত্ত্ব
১) ধ্বনি কাকে বলে? ধ্বনি কয় প্রকার ও কী কী?
২) ধ্বনিতত্ত্ব কাকে বলে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলি লেখো।
৩) ধ্বনিমূল ও সহধ্বনি বলতে কী বোঝো? ধনিমল গঠনের প্রয়োজনীয় শর্তগুলো উল্লেখ করো।
৪) ধ্বনি ও ধ্বনি বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো।
৫) উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে লেখো। ২০২০, ২০২৩
৬)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন