“সকল দেনা শোধ করে দিতে” “সকল দেনা শোধ করে দিতে” ক) বক্তা কে? খ) কীসের দেনা? অথবা, মৃত্যুতে ‘সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে? গ) কীভাবে এই দেনা শোধ করা যাবে বলে কবি মনে করেছেন? অথবা, সে ‘দেনা’ কবি কীভাবে শোধ করতে চেয়েছেন? ঘ) তাঁর এই মনোভাবটি কোন বিশেষ মূল্যবোধকে আশ্রয় করে গড়ে উঠেছে? ক) বক্তা কে : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এখানে কবি নিজেই উদ্ধৃত অংশটির বক্তা। খ) কীসের দেনা : জীবন সায়াহ্নে এসে কবি উপলব্ধি করেছেন, এ জগত স্বপ্ন নয়, কঠিন বাস্তব। সুখ দুঃখের বৈঠা বেয়ে কবি মুখোমুখি হয়েছেন সেই কঠিন বাস্তবের। কঠিন বাস্তবের মধ্যে দিয়ে হেঁটেই তিনি অর্জন করেছেন এক ‘দারুণ সত্য’। এই দারুণ সত্য হল বিশ্ব প্রকৃতি এবং মানব সমাজের ক্রমবিকাশ যে কঠিন যোগসূত্রে (রক্তের অক্ষরে) গাঁথা আছে তার অন্তর্নিহিত তাৎপর্য। এ অর্জন তিনি তাঁর সুখ-দুঃখে ভরা জীবন-যন্ত্রনার কল্যাণেই করেছেন। এ কারণেই তাঁর মনে হয়েছে, জীবনের কাছে তিনি ঋণী। জীবনের কাছে তাঁর এই ঋণকেই তিনি ‘ সকল দেনা ’ বলে অভিহিত করেছেন। গ) কীভাবে দেনা শোধ করা যাবে: জীবন ও মৃ...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর