ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কীসের ক্লান্ত দুঃস্বপ্ন।” - ২০১৫ ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কীসের ক্লান্ত দুঃস্বপ্ন। ক) এখানে ‘তাদের’ বলতে কাদের কথা বলা হয়েছে? - ২০১৫ খ) তাদের ঘুমহীন চোখে ‘ক্লান্ত দুঃস্বপ্ন’ হানা দেয় কেন? - ২০১৫ অথবা, তাদের চোখ ঘুমহীন কেন? গ) ‘কীসের ক্লান্ত দুঃস্বপ্ন’ বলতে কী বোঝানো হয়েছে? ঘ) মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। ক) ‘তাদের’ বলতে কাদের কথা : কবি সমর সেন প্রণীত ‘কয়েকটি কবিতা’ নামাঙ্কিত কাব্যগ্রন্থের অন্তর্গত ‘মহুয়ার দেশ’ নামক কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। এখানে ‘তাদের’ বলতে কয়লার খনিতে কর্মরত, জীবন-যন্ত্রণায় কাতর ও অবসাদগ্রস্থ ‘ঘুমহীন’ অরণ্য ভূমির আদিবাসী সম্প্রদায়ের কথা বলা হয়েছে। খ) ‘ক্লান্ত দুঃস্বপ্ন’ হানা দেয়ার কারণ : অষ্টাদশ শতকে ঘটে যাওয়া ইউরোপীয় শিল্পবিপ্লবের সূত্র ধরে ছড়িয়ে পড়া নগরায়ন ও তার দোসর দূষণ, যেমন নাগরিক জীবনকে ক্লান্ত করে তোলে, তেমনি প্রকৃতির অনাবিল পবিত্রতাকেও সে গ্রাস করে ফেলে। সেই আগ্রাসনের শিকার হয় মহুয়ার দেশের শ্রমজীবী মানুষগুলোও। নিজেদের অরণ্য...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর