সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

উচ্চমাধ্যমিক ভারতীয় গল্প ২০১৬ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন?

“ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন?” — ২০১৬ ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন? ক) এখানে কোন ট্রেনের কথা বলা হয়েছে? খ) ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? — ২০১৬ গ) ট্রেন কীভাবে থামানো হয়েছিল? — ২০১৬ ঘ) ট্রেন থামানোর পরিণতি কি হয়েছিল? ক) এখানে কোন ট্রেনের কথা বলা হয়েছে? কর্তার সিং দুগালের লেখা অলৌকিক গল্পটিতে পাঞ্জা সাহেবের ট্রেন থামানোর একটি অলৌকিক আখ্যান বর্ণিত হয়েছে। ট্রেনটি অনাহারে থাকা স্বাধীনতা আন্দোলনকারী বন্দীদের নিয়ে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাচ্ছিল। আলোচ্য গল্পে এই ট্রেনের কথাই বলা হয়েছে। খ) ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? — ২০১৬ এই ট্রেনের মধ্যে, লেখক এর বর্ণনা অনুযায়ী, কয়েদিরা খিদে তেষ্টায় মরার মত অবস্থায় পৌঁছে গেছিল। কিন্তু ব্রিটিশ সরকার তাদের খিদা বা দেশটা মেটানোর কোন ব্যবস্থাই করেনি। তারা হুকুম দিয়েছিল ট্রেনটি যেন কোথাও না থামে। এদিকে এই খবর ছড়িয়ে পড়ায় পাঞ্জাবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। সিদ্ধান্ত করে, যে কোন প্রকার এই হোক ট্রেনটিকে থামাতে হবে এবং কয়েদিদের জলখাবারের ব্যবস্থা করতে হবে। ...