“এই তো জীবনের নিয়ম!” “এইতো জীবনের নিয়ম” নাটক : নানা রঙের দিন ক) জীবনের নিয়ম কী? খ) এখানে বক্তার মানসিকতার পরিচয় দাও। অথবা, এখানে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? ক) জীবনের নিয়ম কী? নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে। এই অংশের বক্তা নাটকের মূল চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়। ৬৮ বছর বয়সী রজনীকান্ত জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছেন জীবনের সত্য কী? বুঝেছেন জীবন চলে কিছু নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মের বন্ধনে আবদ্ধ থেকে, যেখানে আছে জন্ম, যৌবন, জরা, ও মৃত্যুর এক অমোঘ ঘেরাটোপ। জীবনকে ঘিরে থাকা এই নিয়মের বন্ধনকেই রজনীকান্ত ‘ জীবনের নিয়ম ’ বলে অভিহিত করেছেন। খ) এখানে বক্তার মানসিকতার পরিচয় দাও। অথবা, এখানে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? রজনীকান্ত বুঝেছেন জীবনের সত্য কী? জেনেছেন জীবনকে ঘিরে থাকা নিয়মের অমোঘ বন্ধনকে। জীবন চলে এই নির্দিষ্ট নিয়মের বন্ধনে আবদ্ধ থেকে। এই নিয়মকে খন্ডানোর ক্ষমতা কারও নেই। তিনি বুঝেছেন, জন্ম, যৌবন, জরা এবং মৃত্যু স্বাভাবিক নিয়মেই মানুষের জীবনে আসে। একে অতিক্রম করা যায় না। কোন প্রতিভাই এই নিয়মক...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর