“এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে।” ২০১৮, ২০২২
খ) বড় পিসিমা কে?
খ) গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
খ) গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
ক) কোন সংসারের কথা বলা হয়েছে?
আলোচ্য উদ্ধৃতিটি লেখিকা মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্প থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি কলকাতার একটি বনেদি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে ‘সংসার’ বলতে এই পরিবারের কথাই বলা হয়েছে।
খ) বড় পিসিমা কে?
বড় পিসিমা হচ্ছেন এই বনেদি বাড়ির সর্বময় কর্ত্রী। তিনি একজন অবিবাহিতা বয়স্কা মহিলা। সংসারের প্রতি রয়েছে তার গভীর দায়িত্ববোধ। বাড়ির লোকেরা বলে তার বিয়ে হয়েছে শিব ঠাকুরের সঙ্গে।
খ) গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়?
মহাশ্বেতা দেবীর ছোট গল্প ‘ভাত’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো বড় পিসীমা। কারণ, তিনি এই বাড়ির সর্বময় কর্ত্রী।
১) ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ :
এই বাড়ির বুড়ো কর্তার স্ত্রী বিয়োগ হলে তিনি তার জ্যেষ্ঠা বিবাহযোগ্য কন্যাকে বিবাহ দেননি। সংসার সামলানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ঈশ্বরের প্রতি গভীর অনুরাগে তিনি এই দায়িত্ব খুশিমনে মেনে নেন এবং শিবকেই প্রতি হিসেবে গ্রহণ করেন।২) নেতৃত্ব দানের দক্ষতা :
পিসিমার রয়েছে সহজাত নেতৃত্ব দানের দক্ষতা। বড় বাড়িতে তাই তার বিরুদ্ধে আচরণ করার ক্ষমতা কারো নেই। সারা জীবন ধরে তিনি সংসারের হেঁসেল সামলেছেন। সংসারের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ এবং তা পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন।
৩) সেবা পরায়ণতা :
বড় পিসিমা অত্যন্ত সেবা পরায়ণা মহিলা। তিনি একাধারে বয়স্ক বাবা ও দাদার সেবা করেছেন নিষ্ঠার সঙ্গে। ক্যান্সারে আক্রান্ত দাদার জীবন রক্ষার্থে হোম যজ্ঞের নিয়মকানুন মেনেছেন এবং পালন করেছেন যথাযথভাবে।
৪) সংস্কারাচ্ছন্ন মানসিকতা :
গভীর সেবা পরায়ণতার সাথে সাথে তার মধ্যে ছিল কুসংস্কার ভরা মন। সে কারণেই আরোগ্য ক্যান্সার আক্রান্ত দাদার জীবন রক্ষার তাগিদে হোম যজ্ঞের আয়োজন করাকে অনুচিত মনে করেননি। আবার একইসঙ্গে, যোগ্য করা সত্ত্বেও দাদার মৃত্যু হলে তিনি সমস্ত দায় তান্ত্রিক ও ছোট বউ এর বাবার ওপর চাপিয়ে দেন।
৫) কিছুটা মানবিকও :
সংস্কার বসে যোগ্য শেষ না হলে পিসিমা উৎসবকে খেতে দিতে বলেনি — এ কথা ঠিক। কিন্তু দরিদ্র উৎসবের প্রতি তার কিছুটা সহানুভূতি ছিল বলে বোঝা যায়। বড় বউ উৎসবের চেহারা নিয়ে প্রশ্ন তুললে তিনি ক্ষুব্ধ হন। তাকে মজুরি দেয়ার পরিবর্তে দুটো খেতে দেয়ার কথা কথা বলে তিনি প্রশ্ন তোলেন, ‘তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে’।
আসলে আলোচ্য গল্পে সময়ের যে চরম ও বাস্তব রূপ ফুটে উঠেছে সেখানে বড় পিসিমা চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা লক্ষ্য করি সেই সময়ের চরম বাস্তবতা।
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন