“তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো।” — ২০১৬ ক) লেখক কাকে সাহায্য করতে বলেছেন? খ) তাকে কেন সাহায্য করতে বলেছেন? গ) কীভাবে সাহায্য করতে বলেছেন? ক) লেখক কাকে সাহায্য করতে বলেছেন? উদ্ধৃত অংশটি ‘আমার বাংলা’ পাঠ্যাংশের অন্তর্গত ‘হাত বাড়াও’ নামক রচনার অন্তর্ভুক্ত। এটি লিখেছেন সাম্যবাদী ঘরাণার লেখক ও প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায়। এই রচনায় সুভাষ মুখোপাধ্যায় একজন ১২-১৩ বছর বয়সী কিশোরের কথা বলেছেন। সে দু’পায়ে নয়, চার হাত-পায়ে হাঁটে। কারণ, দীর্ঘ অনাহারে থাকতে থাকতে সে মাজা তুলে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার হাতের আঙুল গুলো অত্যন্ত সরু। দূর থেকে দেখলে মনে হয় লোমহীন কোনো এক অদ্ভুত জন্তু। লেখক প্রত্যক্ষভাবে এই অনাহারি কিশোরকে সাহায্য করতে বলেছেন। তবে গভীরভাবে দেখলে বোঝা যায়, যুদ্ধ ও দুর্ভিক্ষ পীড়িত সমস্ত বিপন্ন মানুষকে এখানে সাহায্যের কথা বলা হয়েছে। খ) তাকে কেন সাহায্য করতে বলেছেন? লেখক সুভাষ মুখোপাধ্যায় একজন সাম্যবাদী ঘরানার লেখক। তাই তাঁর রচনায় মানবতাবাদ তথা ‘মানুষের শোষণ মুক্তির ভাবনা’ অত্যন্ত গুরুত্ব পায়। এই ভাবনাই তাকে বুঝতে সাহায্য করে, সমাজ জুড়ে শোষণ, বঞ্চনা ও বৈষম্যের...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর