সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

উচ্চমাধ্যমিক গল্প - ২০২০ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে

“সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে” — ২০২০ সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ক) ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? খ) ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? গ) সে কে? ঘ) বুঝতে পেরে সে কি করেছিল? ক) ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? উদ্ধৃত অংশটি প্রখ্যাত গল্পকার মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। এই গল্পে উল্লিখিত ‘ওরা’ বলতে বাসিনীর মনিব বাড়ির লোকজনদের কথা বোঝানো হয়েছে। খ) ‘ওরা’ সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? বড় বাড়ির বুড়োকর্তার যোগ্য চলাকালীন মৃত্যু হয়। বাড়িতে কেউ মারা গেলে প্রচলিত রীতি অনুযায়ী বাড়ির মানুষজনকে অশৌচ পালন করতে হয়। অশৌচ চলাকালীন বাড়িতে ভাত খেলে পরিবারের অমঙ্গল হয়। তাই বড় পিসিমার নির্দেশে বাড়ির সমস্ত ভাত বাসিনী ফেলে দিতে যাচ্ছিল। গ) ‘সে’ কে? এখানে ‘সে’ বলতে উৎসব নাইয়া ওরফে উচ্ছবকে বোঝানো হয়েছে, যে সুন্দরবনের বাদা অঞ্চল থেকে কলকাতার বড় বাড়িতে এসেছিল কাজের বিনিময়ে দুবেলা পেট ভরে ভাত খাওয়ার আশায়। ঘ) বুঝতে পেরে সে কী করেছিল এবং কেন করেছিল? প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎসব নাইয়া দীর্ঘদিন অভুক্ত থেকেছে। আবার পরিবার