“স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি?” — ২০২০ স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? ক) উদ্ধৃত অংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন্ কোন্ শাসকের নাম আছে? খ) ‘ফিলিপ’ কে? তিনি কেঁদেছিলেন কেন? গ) ‘আর কেউ কাঁদেনি?’ — বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন? ক) উদ্ধৃত অংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন্ কোন্ শাসকের নাম আছে? উদ্ধৃত অংশটি ‘ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ’ নামক কবিতা থেকে নেয়া হয়েছে। এই কবিতায় স্পেনের ফিলিপ বলতে স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপকে বোঝানো হয়েছে। দ্বিতীয় ফেভিক ছাড়াও এই কবিতায় রয়েছে আরও কয়েকজন পৃথিবী বিখ্যাত শাসকের নাম। এই নাম গুলি হল প্রাচীন গ্রিসের মেসিডোনিয়ার শাসক সম্রাট তৃতীয় আলেকজান্ডার , প্রাশিয়ার শাসক দ্বিতীয় ফেডারিক , প্রখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার । খ) ‘ফিলিপ’ কে? তিনি কেঁদেছিলেন কেন? স্পেনের সম্রাট চার্লস পঞ্চম এবং পর্তুগালের রাজা প্রথম ফার্দিনান্দের কন্যা ইসাবেলার পুত্র , দ্বিতীয় ফিলিপ ১৫৫৬ সালে তার পিতার স্প্যানিশ সাম্রাজ্যের উত্তরাধিকারী হন এবং একটি রাজবংশীয় সংকটের অবসান ঘটলে ১৫৮০ সালে পর্তুগিজ সিংহাসনের ...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর