একাঙ্ক নাটক হিসেবে ‘নানা রঙের দিন’ কতখানি সার্থক আলোচনা করো — ২০১৭ একাঙ্ক নাটক হিসেবে ‘ নানা রঙের দিন ’ কতখানি সার্থক নাটকের বিভিন্ন আঙ্গিক আছে। একাঙ্ক নাটক তাদেরই একটি। একটিমাত্র অংক বা স্বর্গ বা পরিচ্ছেদ নিয়ে তৈরি দ্রুত সংঘটিত হওয়া নাটককেই একাঙ্ক নাটক বলে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘ নানা রঙের দিন ’ — এমনই একটি একাঙ্ক নাটক। একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য : একান্ত নাটকের প্রধান বৈশিষ্ট্য হল এর একমুখিতা। অর্থাৎ ১) এই নাটকে একটি মাত্র দৃশ্য থাকে, ২) একই মঞ্চের ক্ষুদ্র পরিসরে তা সীমাবদ্ধ থাকে এবং মঞ্চসজ্জায় বাহুল্য থাকেনা। ৩) স্থান, কাল ও পাত্রের পরিপ্রেক্ষিতে স্বল্প চরিত্রের উপস্থিতি থাকে। এবং ৪) নাটকের ঘটনাবলী তার আকস্মিকতা নিয়ে তার শীর্ষবিন্দু বা ক্লাইম্যাক্সে পৌঁছে যায়। ১) একটি মাত্র দৃশ্যপট : অজিতেশ বন্দ্যোপাধ্যায় আলোচ্য নাটকটির সমগ্র অংশ জুড়ে রেখেছেন একটি মাত্র চরিত্রের এক রাতের কয়েক ঘন্টার স্মৃতিচারণ। এই চরিত্রের নাম রজনীকান্ত চট্টোপাধ্যায়। একটিমাত্র দৃশ্যেই তার জীবনের উত্থান ও সমাপ্তির ঘটনাবহুল চালচিত্র তুলে ধরেছেন। ২) মঞ্চের ক্ষুদ্র পরিসর : এই নাটক অভিনয়ের জন্য...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর