বঙ্গভূমির প্রতি - মাইকেল মধুসূদন দত্ত
(Prescribed for classes IX & X, ICSE (Syllabus) Examination)
Subject : Bengali
‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি পড়ো 👈
১) “এ মিনতি করি পদে”
ক) উদ্ধৃত অংশটি কার লেখা কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
খ) ‘মিনতি’ শব্দের অর্থ কী?
গ) এই কবিতায় কে কাকে কেন মিনতি করছেন?
উত্তর :
ক) উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ‘বঙ্গভূমির প্রতি’ কবিতা থেকে নেয়া হয়েছে।
খ) ‘মিনতি’ শব্দের অর্থ হলো করুণ অনুরোধ বা করুণা প্রার্থনা করা।
গ) এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির অর্থাৎ তাঁর জন্মভূমির কাছে করুণা প্রার্থনা করেছেন।
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন বিরল প্রতিভার অধিকারী কবি। নিজের এই প্রতিভার প্রতি তার বিশ্বাস ছিল অপার। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় তাঁর উচ্চাকাঙ্ক্ষা। তিনি বিশ্বাস করতেন ইউরোপে গেলে তাঁর কবি প্রতিভার যথাযথ বিকাশ ঘটবে। এবং জগত সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন।
এই ভাবনা থেকেই তিনি নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত করেন। এই সিদ্ধান্ত নিলেও তিনি নিজ জন্মভূমিকে ভালবাসতেন এবং তার করুণা থেকে বঞ্চিত হতে চাইতেন না।
এ কারণেই তিনি মাতৃভূমিকে ছেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তার পদতলে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনার জন্যই এই ‘মিনতি’ করেছেন।
------xx-----
২) রেখ, মা, দাসেরে মনে”
ক) এখানে ‘দাসেরে’ বলতে কার কথা বলা হয়েছে?
খ) ‘মা’ বলে তিনি কাকে সম্বোধন করেছেন?
গ) তিনি তাকে ‘মা’ বলে অভিহিত করেছেন কেন?
ঘ) তিনি মায়ের কাছে কিসের ‘মিনতি’ করেছেন?
উত্তর :
ক) ‘দাস’ শব্দের অর্থ হলো সেবক। অর্থাৎ যিনি সেবা করেন। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি নিজেকে মাতৃভূমির সেবক হিসাবে চিহ্নিত করেছেন এবং নিজেকে তার দাস বা সেবক বলে অভিহিত করেছেন।
খ) কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমি অর্থাৎ নিজের জন্মভূমিকে মাতৃদেবীর সঙ্গে তুলনা করেছেন।
গ) কবি জানেন, মাতৃভূমির জল হওয়ায় তিনি বেড়ে উঠেছেন এবং তার বুকে ফলা সোনার ফসল খেয়েই তিনি নিজেকে পুষ্ট করেছেন। শিশু বয়সে মায়ের বুকের দুধ যেমন বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তেমনি মাতৃভূমির বুকে ফলা এই ফসল এবং জল হাওয়া ইত্যাদিও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ কারণেই তিনি বঙ্গভূমিকে ‘মা’ বলে অভিহিত করেছেন।
ঘ) কবি তার মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রবাসে পাড়ি দেয়ার সিদ্ধান্ত করেছেন। এভাবে মাতৃভূমিকে ছেড়ে যাওয়ায় তার মধ্যে তিনি মাতৃদেবীকে ছেড়ে যাওয়ার সমতুল্য মনে হয়েছে। ফলে তার মধ্যে এক ধরনের অপরাধবোধ জন্ম নিয়েছে।
এই অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মাতৃভূমির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সন্তানতুল্য কবিকে ভুলে না যাওয়ার অনুরোধ অর্থাৎ মিনতি করেছেন।
------xx-----
৩) “এ দেহ আকাশ হতে...”
ক) উদ্ধৃতিটি কোন্ কবির কোন্ কবিতার অংশ?
খ) ‘এ দেহ’ বলতে কার দেহের কথা বোঝানো হয়েছে?
গ) কবি দেহকে কার সাথে তুলনা করেছেন এবং কেন?
ঘ) এই কবিতায় ‘জীবন’কে কার সাথে তুলনা করেছেন?
ঙ) মৃত্যু সম্পর্কে কবির ধারণা কী ছিল?
উত্তর :
ক) উদ্ধৃতিটি কবি মধুসূদন দত্তের লেখা 'বঙ্গভূমির প্রতি' কবিতা থেকে নেওয়া হয়েছে।
খ) 'এ দেহ' বলতে কবি নিজের দেহের কথা বুঝিয়েছেন।
৪) “নাহি খেদ তাহে।”
ক) কার, কিসে খেদ নেই?
খ) তার ‘খেদ’ নেই কেন?
গ) এই প্রসঙ্গে তিনি বঙ্গভূমির প্রতি কি প্রার্থনা করেছেন?
৫) “নাহি, মা, ডরি শমনে”
ক) ‘শমন’ শব্দের অর্থ কী?
খ) এখানে ‘মা’ বলতে কার কথা বোঝানো হয়েছে?
গ) বক্তা কাকে, কেন ‘ডরি’ না বলেছেন?
৬) “পড়িলে অমৃতহ্রদে।”
ক) বক্তা কে?
খ) কাকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেছেন?
গ) ‘অমৃতহ্রদ’ শব্দের অর্থ কী?
ঘ) ‘অমৃতহ্রদে’ কার পড়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে?
৭) ‘মনের মন্দিরে সদা সেবে সর্বজন”
ক) বক্তা কে?
খ) ‘সেবে’ শব্দের অর্থ লেখো।
গ) তারা কাকে কখন সেবা করবে বলে বক্তা জানিয়েছেন?
ঘ) ‘মনের মন্দির’ বলতে এখানে কী বোঝানো হয়েছে?
৮) “হেন অমরতা আমি...”
ক) ‘আমি’ কে?
খ) এখানে কোন্ অমরতার কথা বলা হয়েছে?
গ) কীভাবে এই অমরতা লাভ করা যায় বলে কবির ধারণা?
ঘ) কবি এই অমরতা কীভাবে লাভ করতে চান বলে জানিয়েছেন?
৯) “অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে”
ক) ‘সুবরদে’ শব্দের অর্থ কী?
খ) কে, কার কাছে বর চাইছেন?
গ) তিনি কী ধরনের বর চাইছেন?
১০) “কহ গো শ্যামা জন্মদে”
ক) ‘জন্মদে’ কথার অর্থ লেখো।
খ) কবি কাকে কেন ‘শ্যামা’ নামে ডেকেছেন?
গ) তাকে এভাবে ডাকার উদ্দেশ্য কি?
১১) “মধুময় তামরস কি বসন্তে, কি শরদে!”
ক) কে কাকে উদ্দেশ্য করে উদ্ধৃত কথাগুলো বলেছেন?
খ) ‘তামরস’ কথার মানে কী?
গ) কোথায় ‘তামরস’ ফলে?
ঘ) কবি এই কথাগুলোর মাধ্যমে কী কামনা করেছেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন