“গল্পটা মনে পড়লেই হাসি পেত।” “গল্পটা মনে পড়লেই হাসি পেত”। ভারতীয় গল্প : অলৌকিক ক) কোন্ গল্প স্মরণ করে হাসি পেত? খ) গল্প মনে পড়লেই হাসি পেত কেন? গ) এই গল্পের প্রতি বক্তার কীভাবে বিশ্বাস জন্মেছিল? অথবা, হাসি কীভাবে চোখের জলে পরিণত হয় তা লেখো। ক) কোন্ গল্প স্মরণ করে হাসি পেত? কর্তার সিং রচিত অলৌকিক গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এই গল্পে বলি কান্ধারী নামে একজন দরবেশ ছিল। এই দরবেশ গুরু নানককে আঘাত করার জন্য পাহাড়ের উপর থেকে একটি পাথর গড়িয়ে দেন। গুরু নানক তখন অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে ওই পাথরে স্পর্শ করার মাধ্যমে পাথরটিকে থামিয়ে দেন। যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক লেখকের কাছে এই ঘটনাটি একটি হাস্যকর গল্প বলে মনে হয়েছিল। পরবর্তীতে এই গল্পটি স্মরণ করলেই তাঁর হাসি পেত। খ) গল্প মনে পড়লেই হাসি পেত কেন? সাধারণ বিজ্ঞান বলে, কোন বস্তু উঁচু থেকে গড়িয়ে নিচে আসতে শুরু করলে, বস্তুটির গতিবেগ ক্রমশ বাড়ে। গতি বাড়লেই তার আঘাত করার শক্তি বাড়ে। বলি কান্দারি যখন পাহাড়ের চূড়া থেকে পাথরের চাইটি ছুঁড়ে দেয়, তখন তার গতিবেগ ক্রমশ বাড়ার কথা এবং প্রচন্ড শক্তি উৎপন্ন হওয়ার কথা। এই অবস্থায় ...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর