“চোখের জলটা তাদের জন্য” — ২০১৭
“চোখের জলটা তাদের জন্য” — ভারতীয় গল্প : অলৌকিক |
অথবা,
বক্তার চোখে জল আসার কারন কী?
খ) যে ঘটনায় চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। — ২০১৭
ক) বক্তা কাদের কেন জন্য চোখের জল উৎসর্গ করেছেন? —২০১৭
অথবা
বক্তার চোখে জল আসার কারন কী?
উদ্ধৃত অংশটি কর্তার সিং দুগগালের লেখা অলৌকিক গল্প থেকে নেওয়া হয়েছে। এই গল্পের গল্পকথক তার মায়ের বান্ধবীর কাছ থেকে শুনেছিলেন, স্বাধীনতা সংগ্রামী বন্দীদের খিদে ও তেষ্টা মেটানোর জন্য পাঞ্জা সাহেবের মানুষজন নিজেদের জীবন বাজি রেখে কীভাবে তাদের বহনকারী ট্রেনটিকে থামিয়েছিলেন। জল রুটির ব্যবস্থা করেছিলেন। আর এই জীবন উৎসর্গকারী মানুষদের আত্মত্যাগের কথা শুনে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। আর এ কারণেই গল্পের শেষে তিনি তাঁর চোখের জলকে ওই সমস্ত আত্মত্যাগী মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।
খ) যে ঘটনায় চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। — ২০১৭
এই প্রশ্নের উত্তরের জন্য
হাসান আবদালে গুরু নানক অলৌকিক ক্ষমতা বলে হাত দিয়ে টিলার উপর থেকে পড়া পাথর ঠেকিয়ে দেওয়ার কিছুদিন পর লেখক খবর পান পাঞ্জা সাহেবে ‘সাকা’ হয়েছে। অর্থাৎ দূরের শহরে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছে। প্রচুর মানুষ মারা গেছে এবং বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। এই ট্রেনে থাকা কয়েদিরা খিদে ও চেষ্টায় কাতর।
এই ঘটনার খবর উত্তেজিত জনতা ঠিক করে, ট্রেনের মধ্যে আটকে থাকা স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিকদের জন্য জল ও রুটির ব্যবস্থা করবে। কিন্তু ট্রেন কিভাবে থামানো যাবে? শুরু হয় আবেদন নিবেদনের মাধ্যমে ট্রেনটিকে পাঞ্জা সাহেবের থামানোর অনুমতি আদায়ের চেষ্টা। কিন্তু ফিরিঙ্গি সরকার সেই আবেদন অগ্রাহ্য করে।
শেষমেষ সিদ্ধান্ত হয়, ট্রেনটিকে তারা থামাবেই এবং দরকার হলে ট্রেন লাইন এর উপর শুয়ে পড়বেন। এই সিদ্ধান্ত অনুযায়ী রেললাইনের ওপর, প্রথমদিকে পুরুষেরা এবং তাদের পিছনে এক একজন করে বউ বাচ্চা শুয়ে পড়ে। সকলে ‘জয় নিরঙ্কার’ ধ্বনি দিতে থাকে। এই ঘটনা দেখে দুরন্ত গতিতে আসা ট্রেনের চালক গতি কমিয়ে দেয়। কিন্তু ট্রেনটি থামে অনেক দূরে এসে। প্রথম দিকের কিছু মানুষ মারা যান এবং অবশেষে ট্রেনটি থেমে যায়।
অবশেষে ট্রেনটি থামলেও লাইনের প্রথম দিকে শুয়ে থাকা বেশ কিছু মানুষ ট্রেনে কাটা পড়ে। লাশগুলো দুমড়ে মুছড়ে বীভৎস আকার ন্যায়। ততক্ষণে খালপাড়ের সেতুটিতে রক্তের স্রোত বইতে শুরু করে।
এইভাবে দেশের স্বাধনতা সংগ্রামীদের জন্য পাঞ্জা সাহেবের সাধারণ মানুষের আত্মত্যাগের ঘটনার কথা শুনে গল্পকথকের চোখে জল এসেছিল।
---------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন