আমার বাংলা : গারো পাহাড়ের নিচে : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
![]() |
গারো পাহাড়ের নিচে : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
গারো পাহাড়ের নীচে - ২০১৬, ২০২০, ২০২২১) ‘গারো পাহাড়ের নিচে’ বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বিবরণ দাও। |
১.২) “গারো পাহাড়ে যারা থাকে, বছরের একটা সময় তারা চাষবাস করে”
ক) গারো পাহাড়ের অধিবাসীরা কোন সময় চাষ করে?খ) তারা কেনই বা ওই সময়কে চাষবাসের জন্য বেছে নেয়?
গ) তাদের চাষবাসের পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১.৩) “যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছে”
ক) রাবণের চিতা বলতে এখানে ঠিক কী বোঝানো হয়েছে?খ) তাকে রাবণের চিতা বলা হয়েছে কেন?
খ) রাবণের চিতার মতো আগুন কারা কী উদ্দেশ্যে জ্বালিয়েছিল?
গ) এই আগুন তাদের কীভাবে সাহায্য করে?
খ) কী কারনে গাছপালারা ভয়ে কাঠ হয়ে থাকে?
গ) ভয়ের দৃশ্যটি বর্ণনা কর।
অথবা, কারা কেন জঙ্গলে আগুন লাগায়?
খ) মজা কেমন হয় তা বর্ণনা কর।
অথবা, আগুন লাগলে মজা হয় কেন?
খ) কান্না পাওয়ার কারণ কী?
গ) আলোচ্য উদ্ধৃতিটির আঁধারে সুসং পরগনা ও সোমেশ্বরী নদীর বর্ণনা দাও।
খ) হাসির কারণ কী?
গ) গারো পাহাড়ের নিচে বসবাসকারীদের ভাষা বৈচিত্র আলোচনা কর।
খ) গারদের ঘর কেমন তার বিবরণ দাও।
খ) ‘এই ব্যবস্থা’ বলতে কোন ব্যবস্থার কথা বলা হয়েছে?
গ) এদের দৈনন্দিন জীবনচর্যার পরিচয় দাও।
খ) তাদের এমন নাম দেয়ার কারণ কী?
গ) হাজংদের পরিচয় দাও।
খ) তাদের জীবন যাত্রার বর্ণনা দাও।
গ) তাদের জীবনের শান্তি নেই কেন?
১.১০) “একটা দুষ্টু শনি কোন আনাচে যেন লুকিয়ে আছে।”
খ) তা আর চলল না কেন?
অথবা, কিসের বিরুদ্ধে বিদ্রোহ?
খ) কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল?
গ) এই বিদ্রোহের কারণ কী ছিল?
ঘ) কীভাবে তারা এই বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল?
ঙ) এই বিদ্রোহের ফল কী হয়েছিল?
অথবা, বিদ্রোহের পরিণতি কী হলো?
খ) সহ্য করতে না পারার ফল কী হয়েছিল?
👉 এই প্রশ্নের উত্তর ঠিক আগের প্রশ্নের মধ্যে আছে।
খ) তারা দুঃখ করে কী বলে সংক্ষেপে লেখ।
খ) কোন ‘কথা’র প্রসঙ্গে এনেছেন তিনি?
গ) বক্তার এই মন্তব্যের প্রাসঙ্গিকতা কতখানি বলে তুমি মনে করো?
খ) উদ্ধৃত অংশটির মর্মার্থ আলোচনা করো।
গ)
খ) সবাইকে লেখক বাংলাদেশের মানুষ বলছেন কেন?
গ) এই আগুন তাদের কীভাবে সাহায্য করে?
১.৪) “বছরের এমনই সময় যেন বন জঙ্গলের গাছপালাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে”
ক) বছরের কোন্ সময়ের কথা বলা হয়েছে?খ) কী কারনে গাছপালারা ভয়ে কাঠ হয়ে থাকে?
গ) ভয়ের দৃশ্যটি বর্ণনা কর।
১.৪) “জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা”
ক) জঙ্গলে কখন কেন আগুন লাগে?অথবা, কারা কেন জঙ্গলে আগুন লাগায়?
খ) মজা কেমন হয় তা বর্ণনা কর।
অথবা, আগুন লাগলে মজা হয় কেন?
১.৫) “সে রাস্তায় যদি কখনও যাও কান্না পাবে”
ক) কোন রাস্তার কথা বলা হয়েছে?খ) কান্না পাওয়ার কারণ কী?
গ) আলোচ্য উদ্ধৃতিটির আঁধারে সুসং পরগনা ও সোমেশ্বরী নদীর বর্ণনা দাও।
১.৫) “প্রথম শুনলে ভারী হাসি পাবে”
ক) আলোচ্য অংশে কিসের কথা বলা হয়েছে?খ) হাসির কারণ কী?
গ) গারো পাহাড়ের নিচে বসবাসকারীদের ভাষা বৈচিত্র আলোচনা কর।
১.৬) “এ অঞ্চলের গারদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়” - ২০২২
ক) কোন্ অঞ্চলের কথা বলা হয়েছে?খ) গারদের ঘর কেমন তার বিবরণ দাও।
১.৭) “বুনো জন্তু-জানোয়ারের ভয়েই এই ব্যবস্থা”
ক) বুনো জন্তু-জানোয়ারগুলোর নাম লেখো।খ) ‘এই ব্যবস্থা’ বলতে কোন ব্যবস্থার কথা বলা হয়েছে?
গ) এদের দৈনন্দিন জীবনচর্যার পরিচয় দাও।
১.৮) “পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং”
ক) ‘হাজং’ কথার অর্থ কী?খ) তাদের এমন নাম দেয়ার কারণ কী?
গ) হাজংদের পরিচয় দাও।
১.৯) “এত ফসল, এত প্রাচুর্য — তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই।” - ২০২০
ক) কোন মানুষদের কথা এখানে বলা হয়েছে?খ) তাদের জীবন যাত্রার বর্ণনা দাও।
গ) তাদের জীবনের শান্তি নেই কেন?
১.১০) “একটা দুষ্টু শনি কোন আনাচে যেন লুকিয়ে আছে।”
ক) কাদের ‘দুষ্টু শনি’ বলা হয়েছে?
খ) এইসব শনির কুদৃষ্টিতে কাদের জীবনে কীরূপ দুর্দশা নেমে আসে বুঝিয়ে দাও।১.১১) “কিন্তু হাতি বেগার আর চলবে না।” - ২০১৬
ক) ‘হাতি বেগার’ আইন কী?খ) তা আর চলল না কেন?
১.১২) “তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো।”
ক) কোন বিদ্রোহের কথা বলা হয়েছে?অথবা, কিসের বিরুদ্ধে বিদ্রোহ?
খ) কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল?
গ) এই বিদ্রোহের কারণ কী ছিল?
ঘ) কীভাবে তারা এই বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল?
ঙ) এই বিদ্রোহের ফল কী হয়েছিল?
অথবা, বিদ্রোহের পরিণতি কী হলো?
১.১৩) “মানুষ কতদিন এসব সহ্য করতে পারে?”
ক) কী সব সহ্য করার কথা বলা হয়েছে?খ) সহ্য করতে না পারার ফল কী হয়েছিল?
👉 এই প্রশ্নের উত্তর ঠিক আগের প্রশ্নের মধ্যে আছে।
১.১৪) থুরথুরে বুড়ো যারা, তারা দুখ্যু করে বলে”
ক) থুরথুরে বুড়োদের পরিচয় দাও।খ) তারা দুঃখ করে কী বলে সংক্ষেপে লেখ।
১.১৫) “একটা কথা আগে থেকে বলে রাখি।”
ক) বক্তা কে?খ) কোন ‘কথা’র প্রসঙ্গে এনেছেন তিনি?
গ) বক্তার এই মন্তব্যের প্রাসঙ্গিকতা কতখানি বলে তুমি মনে করো?
১.১৬) “ওদের আমরা আপন করে নিইনি”
ক) ওরা কারা?খ) উদ্ধৃত অংশটির মর্মার্থ আলোচনা করো।
গ)
১.১৭) “আমরা সবাই বাংলাদেশেরই মানুষ।”
ক) ‘আমরা’ কারা?খ) সবাইকে লেখক বাংলাদেশের মানুষ বলছেন কেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন