বাংলা গানের ধারায় চর্যাপদের ভূমিকা আলোচনা কর
বাংলা গানের ধারায় চর্যাপদের ভূমিকা |
👉 ভূমিকা :
বাংলা গানের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় হাজার বছর আগে। বাংলা ভাষার প্রথম সাহিত্য চর্যাপদ এবং এই চর্যাপদগুলোই বাংলা গানের প্রথম উদাহরণ হিসাবে স্বীকৃত। কারণ, এগুলোই হচ্ছে বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শন। সুতরাং বাংলা গানের বিকাশের বিভিন্ন ধারায় চর্যাপদের গুরুত্ব সত্যিই অপরিসীম।
👉 বাংলা গানের ধারায় চর্যাপদের অবদান
১) সাধন সংগীত :
এই চর্যাপদগুলো আসলে মহাজনপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মসাধনার গান বা সাধন সংগীত। এগুলি রচিত হয় আনুমানিক দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে।চর্যাচর্যবিনিশ্চয় গ্রন্থে এই ধরণের ৫১ টি গানের সন্ধান পাওয়া গেছে।
২) চর্যাপদ কেন গান :
চর্যাপদের প্রতিটি পদের শীর্ষে বিভিন্ন রাগ রাগিনি উল্লেখ থাকায় খুব সহজেই বোঝা যায় এগুলি আসলে গান। এছাড়া গানের অপরিহার্য অঙ্গ হিসাবে এখানে ছটি অঙ্গের উপস্থিতি এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার প্রমাণ করে চর্যাপদের সময় থেকেই বাংলা গানের সূচনা হয়েছিল।
৩) চর্যায় অঙ্গের উপস্থিতি :
চর্যাপদের যুগে বাংলা সংগীতে ছয়টি অঙ্গের উপস্থিতি দেখা যায়। এগুলি হল স্বর, বিরুদ (স্তুতিবাচক), পদ, তেনক (মঙ্গলবাচক), পাট (তালের বোন উচ্চারণ) ও তাল।
৪) চার্জার রাগের ব্যবহার :
চর্যাগীতিতে বিভিন্ন ধরণের রাগ ব্যবহৃত হয়েছে। যেমন - পটমঞ্জুরি, গবড়া / গউড়া, অরু, গুজরী, কাহ্নগুজরী, বঙ্গাল, দেবক্রী, দেশাখ, ভৈরবী, কামোদ, ধনসী, ধ্যানেশ্রী ইত্যাদি। এদের মধ্যে দেবক্রী, গউড়া, বঙ্গাল, অরু, কাহ্নগুজরী প্রভৃতি রাগ বর্তমানে বিলুপ্ত এবং ‘রামক্রী’ গীতগোবিন্দে ‘রামকিরি’, শ্রীকৃষ্ণকীর্তনে ‘রামগিরি’, ও বর্তমানে ’রামকেলি’ রাগ নামে প্রচলিত। এছাড়া ‘মল্লারি’ রাগ বর্তমানে ‘মল্লার’ নামে এবং ‘কামদ’ বা ‘ভৈরবী’ রাগ একই নামে প্রচলিত রয়েছে।
৫) চর্যায় বাদ্যযন্ত্রের ব্যবহার :
বাংলা গানে বর্তমানে যে বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা যায়, তার উল্লেখ পাওয়া যায় চর্যাপদে। যেমন, পটহ বা ঢোল, মাদল, কসাল, ডমরু, বীণা, একতারা প্রভৃতি বাদ্যযন্ত্রগুলো চর্যাপদ পরিবেশনের ক্ষেত্রে ব্যবহার করা হত।
👉 উপসংহার :
সুতরাং দেখা যাচ্ছে, চর্যার রাগরাগিনী পরবর্তীকালে যেমন মার্গ সঙ্গীতে ব্যবহৃত হয়েছে, তেমনি পদকর্তাগণ চর্যাগানে যে ছন্দের প্রয়োগ ঘটিয়েছিলেন তা পরবর্তীকালে জয়দেবের 'গীতগোবিন্দম' এবং পরবর্তী বাংলা সাহিত্যে অনুসৃত হয়েছে। এছাড়া এই সময়ের বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার বাংলা সঙ্গীতে আজও লক্ষ্য করা যায়। তাই বলা যায়, চর্যাগান বাংলা সংগীতের আদিমতম নিদর্শন হিসেবে বাংলা গানের বিবর্তনের ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন