“রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রূপ”
ক) ‘রক্তের অক্ষর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
খ) ‘আপনার রূপ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ) কবি কীভাবে তা প্রত্যক্ষ করেছেন?
ঘ) কবি এ কথা কেন বলেছেন?
ঙ) কবি কেমনভাবে নিজের রূপ দেখলেন এবং নিজেকে চিনলেন?
ক) রক্তের অক্ষর :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘রূপনারানের কূলে’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে।
এই কবিতায় কবি দেখিয়েছেন, মানব সভ্যতা কোন রূপকথার গল্পের মত এগোয়িনি। দ্বন্দ্বময় বস্তু জগতের অসংখ্য আর্থ-সামাজিক ও রাজনৈতিক রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে তার বিকাশ ঘটেছে। এই রক্তক্ষয়ী সংঘাতকেই তিনি ‘রক্তের অক্ষর’ হিসাবে অভিনীত করেছেন।
খ) আপনার রূপ :
আক্ষরিক অর্থে ‘আপনার রূপ’ বলতে কবি নিজেকে এবং নিজের চেতনাকে বুঝিয়েছেন। কিন্তু তার এই উপলব্ধির ব্যাপ্তি শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক নয়। বিশ্বমানবতার পূজারী কবি নিজের জীবন ও জগতকে গভীর বিশ্লেষণী দৃষ্টিতে দেখেছেন এবং উপলব্ধি করেছেন মানবাত্মার এক বিশেষ রূপ। ‘আপনার রূপ’ বলতে কবি এখানে এই মানবাত্মার বা মানবচেতনার স্বরূপকেই বুঝিয়েছেন।
গ) কীভাবে প্রত্যক্ষ করেছেন :
কবি জগত ও জীবনকে গভীর দার্শনিক দৃষ্টিকোণ থেকে প্রত্যক্ষ করার চেষ্টা করেছেন। জীবন সায়াহ্নে এসে তার এই দৃষ্টিকোণ আরো গভীর হয়েছে। এই গভীর দৃষ্টিকোণ দিয়েই তিনি দেখেছেন মানবাত্মার এক বিশেষ রূপ। কবির কথায়,জেগে উঠলাম
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ
এই পর্বে এসে তিনি উপলব্ধি করেছেন, আঘাত সংঘাতের মধ্য দিয়েই জীবনের বিকাশ ঘটে। তাই তিনি বলেছেন,
চিনিলাম আপনারেজীবনের প্রতি ক্ষেত্রে এই যে টানাপোড়েন ও রক্তক্ষরণ দেখেছেন কবি তা আসলে এক চরম সত্য। এই ‘সত্যের দারুন মূল্য’ লাভ করার জন্য দুঃখের আঘাত সহ্য করতে হয়। কবি তাই কঠিন ও কঠোর বাস্তবকে বরণ করে নিয়ে বলেছেন,
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়
সত্য যে কঠিন,এভাবে কবি ‘দুঃখের তপস্যা’র মাধ্যমে, রক্তের অক্ষরে তিনি প্রত্যক্ষ করেছেন ‘আপনার রূপ’, উপলব্ধি করেছেন জগৎ ও জীবনের চরম সত্যকে।
কঠিনেরে ভালোবসিলাম,
ঘ) কবি একথা কেন বলেছেন :
এই কবিতায় কবি ‘রক্তের অক্ষরে’ নিজেকে চিনেছেন। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় তিনি উপলব্ধি করেছেন সত্যের প্রকৃত রূপ, যা অত্যন্ত কঠিন। কঠিন জেনেও তিনি এই সত্যকে ভালোবেসেছেন এই বিশ্বাসে যে, প্রকৃত সত্য কখনো ছলনা করেনা, করেনা বঞ্চনা। তাই এই কঠিন সত্যের এবং জীবনের যথার্থ রূপের সঙ্গে তিনি নিজেকে একাত্ম করার চেষ্টা করেছেন। এই চেষ্টার স্বরূপ বোঝাতেই তিনি একথা বলেছেন।
ঙ) কীভাবে নিজের রূপ দেখলেন এবং চিনলেন :
এই প্রশ্নের উত্তর গ দাগের প্রশ্নের অনুরূপ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন