“রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে”
ক) বক্তা কে?
খ) কোন্ প্রসঙ্গে একথা বলেছেন?
গ) ‘রাত্রের নির্জন নিঃসঙ্গতা’ বলতে কী বোঝানো হয়েছে?
ঘ) কে ‘রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে’ আলোকিত করে?
অথবা,‘সমুদ্রের দীর্ঘশ্বাস’ কীভাবে ‘রাতের নির্জন নিঃসঙ্গতাকে’ আলোড়িত করে?
ক) বক্তা কে?
কবি সমর সেন রচিত ‘কয়েকটি কবিতা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘মহুয়ার দেশ’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। উদ্ধৃত অংশের বক্তা হলেন কবি সমর সেন নিজেই।
খ) প্রসঙ্গ কী :
কবি সমর সেন নগর জীবনের একঘেয়েমি ও ক্লান্তি থেকে মুক্তি পেতে দূষণমুক্ত প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মাঝে ছুটে যেতে চেয়েছেন। যেতে চেয়েছেন মেঘ-মদির মহুয়ার দেশে, যেখানে পথের দুধারে সারি সারি দেবদারু গাছের রহস্যময় ছায়া ও দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। বস্তুত এই দূষণমুক্ত প্রাকৃতিক সৌন্দর্য শোভিত স্বপ্নের দেশের নৈসর্গিক পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কবি এই মন্তব্য করেছেন।
গ) ‘রাত্রের নির্জন নিঃসঙ্গতা’ কী :
দিন হল কর্মচঞ্চল সময়ের অনুষঙ্গে ভরা। আর রাত্রি তার বিপরীত। সারাদিনের ক্লান্তি দূর করে জীবজগৎ তার শরীর ও মনকে পুনরায় কর্মমুখী করে তোলে। এই কাজে রয়েছে নির্জন রাত্রের গভীর ভূমিকা। নির্জন রাত্রের নিঃসঙ্গতাকে ভর করে গভীর নিদ্রার মধ্যে পাওয়া যায় সেই ক্লান্তি মুক্তির রসদ। যন্ত্র সভ্যতার নাগপাশে আটকে থাকা নগর জীবনে এই নির্জন রাতের বড়ই অভাব। দূর সমুদ্রের কল্লোল ধ্বনি নির্জন অরণ্য জীবনকে মায়াময় করে তোলে। মহুয়ার দেশের এই মায়াময় নৈসর্গিক পরিবেশকে কবি ‘রাতের নির্জন নিঃসঙ্গতা’ বলে অভিহিত করেছেন।
ঘ) কে কীভাবে রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে :
মেঘ মদির মহুয়ার দেশ কবিকে হাতছানি দেয় নগর জীবনের একঘেয়েমি ও ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। কবি ছুটে যান শাল পিয়াল আর মহুয়ায় ভরা অরণ্য-ভূমির রাত্রের নির্জন নিঃসঙ্গতায় ডুব দিতে। সেখানে গিয়ে কবি মোহিত হয়ে দেখেন, অরণ্য-ভূমিতে দূর থেকে ভেসে আসছে সমুদ্র তরঙ্গের সুমধুর কল্লোল বা ধ্বনি। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে এই সুমধুর ধনী তৈরি করেছে এক ময়াময় স্বপ্নের জগত। দূর থেকে ভেসে আসা সমুদ্র তরঙ্গের এই সুমধুর ধ্বনি নাগরিক কবির রোমান্টিক ভাবনায় ‘সমুদ্রের দীর্ঘশ্বাস’ রূপে ধরা দেয়। এইভাবে ‘দূর সমুদ্রের’ এই ‘দীর্ঘশ্বাস’ অরণ্যভূমির ‘রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে’।
---------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন