“সেই উজ্জ্বল স্তব্ধতায়”
ক) কোন প্রসঙ্গে কবির এই মন্তব্য?
খ) উজ্জ্বল স্তব্ধতার বিবরণ দাও।
গ) উজ্জ্বল স্তব্ধতা কীভাবে শীতের দুঃস্বপ্ন হয়ে আসে ব্যাখ্যা করো।
ক) প্রসঙ্গ :
উদ্ধৃত অংশটি নাগরিক কবি সমর সেনের লেখা ‘কয়েকটি কবিতা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘মহুয়ার দেশ’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
এই কবিতায় কবি সারাদিনের নাগরিক জীবনের ক্লান্তিকর কর্মকাণ্ড শেষে অবসন্ন শরীর নিয়ে যখন সন্ধ্যায় ঘরে ফেরেন। এই ক্লান্ত অবসন্ন সময়ে ‘অলস সূর্য’ সন্ধ্যার জল-স্রোতে এঁকে দেয় এক অনিন্দ্য সুন্দর নৈসর্গিক প্রতিবিম্ব। কবি যাকে ‘গলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ’ বলে অভিহিত করেছেন। পড়ন্ত বিকেলের এই নৈসর্গিক দৃশ্যের বর্ণনা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন।
খ) উজ্জ্বল স্তব্ধতার বিবরণ :
কবি কল্পনায়, কবির সাথে সাথে কর্মক্লান্ত সূর্যও যেন বেলা শেষে নিস্তেজ ও অলস হয়ে পড়ে। এই ক্লান্ত অবসন্ন ‘অলস সূর্য’ সন্ধ্যার জল-স্রোতে এঁকে দেয় এক অনিন্দ্য সুন্দর নৈসর্গিক প্রতিবিম্ব। কবির বর্ণনায়,
অলস সূর্য দেয় এঁকেগলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ
এই আলো জলের উপর ভাসমান ফেনায় লাগিয়ে দেয় আগুনের রঙ। এই নৈসর্গিক দৃশ্য দেখে ক্ষণিকের জন্য কবি মুগ্ধ ও স্তব্ধ হয়ে যান।
কিন্তু প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য নিমিষেই ঢাকা পড়ে যায় যান্ত্রিক সভ্যতার দূষণে। কবির কল্পনায় তা যেন ‘শীতের দুঃস্বপ্নের মতো’।
সেই উজ্জ্বল স্তব্ধতায়ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসেশীতের দুঃস্বপ্নের মতো।
নাগরিক জীবনের একঘেয়েমি থেকে কবির মন যে শান্তির খোঁজ করছিল - এভাবে তা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। উজ্জ্বল স্তব্ধতায় কবির দেহমন নিমজ্জিত হয়।
গ) ‘উজ্জ্বল স্তব্ধতা’ ‘শীতের দুঃস্বপ্ন’ হয় কীভাবে :
আসলে নগর সভ্যতার এই উজ্জ্বলতার পিছনে রয়েছে এক অন্ধকার ইতিহাস। ইউরোপীয় শিল্প বিপ্লবের হাত ধরে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া শিল্প কারখানার হাত ধরে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যা বসে। প্রকৃতিকে শাসন করে পুঁজির পাহাড় জমাতে গিয়ে মানুষ লাগামহীন দূষণের আবর্তে ডুবে যায়। এই দূষণ ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ হয়ে ঘুরে ফিরে ঘরে প্রবেশ করে। ফলে নগর জীবন ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে। কবির কাব্যিক ব্যঞ্জনায় তা ‘শীতের দুঃস্বপ্নের মতো’ মনে হয়।
এভাবে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যের তুলিতে আঁকা ‘উজ্জ্বল আলোর স্তম্ভ’, ‘উজ্জ্বল স্তব্ধতা’র বাঁকা পথ বেয়ে আচ্ছা পোষা গরিব মধ্যবিত্তের ঘরে ঢুকে ‘শীতের দুঃস্বপ্নের মতো’।
-------------xx----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন