“সকল দেনা শোধ করে দিতে”
ক) বক্তা কে?
খ) কীসের দেনা?
অথবা,
মৃত্যুতে ‘সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে?
গ) কীভাবে এই দেনা শোধ করা যাবে বলে কবি মনে করেছেন?
অথবা,
সে ‘দেনা’ কবি কীভাবে শোধ করতে চেয়েছেন?
ঘ) তাঁর এই মনোভাবটি কোন বিশেষ মূল্যবোধকে আশ্রয় করে গড়ে উঠেছে?
ক) বক্তা কে :
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এখানে কবি নিজেই উদ্ধৃত অংশটির বক্তা।
খ) কীসের দেনা :
জীবন সায়াহ্নে এসে কবি উপলব্ধি করেছেন, এ জগত স্বপ্ন নয়, কঠিন বাস্তব। সুখ দুঃখের বৈঠা বেয়ে কবি মুখোমুখি হয়েছেন সেই কঠিন বাস্তবের। কঠিন বাস্তবের মধ্যে দিয়ে হেঁটেই তিনি অর্জন করেছেন এক ‘দারুণ সত্য’। এই দারুণ সত্য হল বিশ্ব প্রকৃতি এবং মানব সমাজের ক্রমবিকাশ যে কঠিন যোগসূত্রে (রক্তের অক্ষরে) গাঁথা আছে তার অন্তর্নিহিত তাৎপর্য। এ অর্জন তিনি তাঁর সুখ-দুঃখে ভরা জীবন-যন্ত্রনার কল্যাণেই করেছেন। এ কারণেই তাঁর মনে হয়েছে, জীবনের কাছে তিনি ঋণী। জীবনের কাছে তাঁর এই ঋণকেই তিনি ‘সকল দেনা’ বলে অভিহিত করেছেন।
গ) কীভাবে দেনা শোধ করা যাবে:
জীবন ও মৃত্যু - একে অপরের সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ। এরা একে অপরের পরিপূরক। দুইয়ের বিচ্ছেদ তাই কল্পনাতীত। একারণেই মৃত্যুর মধ্য দিয়েই জীবনের সম্পূর্ণতা ঘোষণা হয়। সারা জীবন ধরে মানুষ যা অর্জন করে, তা মৃত্যুর পায়ে সঁপে দিয়েই তাকে জীবনের ঋণ থেকে মুক্তি পেতে হয়। অর্থাৎ জীবনের দেনা মৃত্যুকে বরণ করে তার কাছেই শোধ দিতে হয়।
কবি তাই সিদ্ধান্ত করেছেন, মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিয়েই জীবনের কাছে হওয়া ঋণ তিনি শোধ করে দিতে চান। কারণ, এটাই জগতের বিধান, এটাই কঠিন সত্য।
ঘ) কোন মূল্যবোধকে আশ্রয় করে কবির এই মনোভাব :
বিশ্ব-প্রকৃতি এবং মানব সমাজের ক্রমবিকাশ যে কঠিন যোগসূত্রে বাঁধা আছে তার অন্তর্নিহিত তাৎপর্য কবি উপলব্ধি করেছেন জীবনের কঠিন সত্যকে ভালোবেসে। তাই মৃত্যু তাঁর কাছে এক স্বাভাবিক সত্য, আতঙ্কিত হওয়ার মতো কোন বিষয় নয়। তাঁর কথায়,
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে
এভাবে জীবনকে খানিকটা গুরুত্বহীন বিষয় বলে মনে হয়েছে তাঁর কাছে। অন্যদিকে জীবনের প্রতি কৃতজ্ঞতায় তিনি তার ঋণ বা ‘দেনা’ শোধ করে দিতে মৃত্যুকেই মাধ্যম করে নিতে চেয়েছেন নির্দ্বিধায়। এভাবে জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য ও চিত্তকে ভাবনাহীন করে তোলার জীবন দর্শনকে আশ্রয় করেই কবির এই মনোভাব গড়ে উঠেছে। আর এই মনোভাবের কারণেই তিনি চেয়েছেন, ‘মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে’।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন