“একথা সত্যি না মিথ্যে কে জানে।”
খ) কথাগুলোর সত্যতা নিয়ে সংশয় দেখা দেওয়ার কারণ কী?
ক) একথা বলতে কোন্ কথাকে বোঝানো হয়েছে?
উদ্ধৃত অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত কথাকার মহাশ্বেতা দেবীর লেখা ‘ভাত’ গল্প থেকে নেওয়া হয়েছে। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র হল বড়ো পিসিমা। তিনি অবিবাহিত। তার অবিবাহিত থাকার কারণ বিষয়ে নানান কথা শোনা যায়। ‘একথা’ বলতে ‘বড়ো পিসিমার অবিবাহিত থাকার কারণ বিষয়ে প্রচলিত নানান কথা’র কথা বলা হয়েছে।
খ) কথাগুলোর সত্যতা নিয়ে সংশয় দেখা দেওয়ার কারণ কী?
বড় পিসিমা কলকাতার একটি বনেদী পরিবারের কর্ত্রী। এই পরিবারের ঐশ্বর্যের অভাব নেই। নেই ঐতিহ্য ও বনেদিয়ানার অভাব। প্রভূত সম্মান ও প্রতিপত্তির অধিকারী হওয়ায় সাধারণ মানুষ এই পরিবারের প্রতি সমীহ করে চলে। সাধারণ মানুষের পক্ষে তাই এই বাড়িতে হুটহাট করে ঢোকা যেমন সম্ভব নয়, তেমনি সম্ভব নয় এ বাড়ির গোপন কথা বের করে আনা। সে সাহসও কেউ দেখায় না। তাই সম্পূর্ণভাবে অনুমানের উপর ভিত্তি করে এলাকার মানুষ এই পরিবার সম্পর্কে মতামত দিয়ে থাকে। মূলত এ কারণেই বড় পিসিমার বিবাহ না হওয়া সংক্রান্ত যে তথ্য ভেসে বেড়ায়, তার সত্যতা সম্পর্কে সন্দেহ বা সংশয় থেকে যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন