“বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব”
বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব
ক) আর্মাডা কী?
খ) আর্মাডা কেন ডুবেছিল?
গ) আর্মাডা ডোবার প্রতিক্রিয়া কাদের মধ্যে কীভাবে দেখা গিয়েছিল?
অথবা,
মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ কর।
ঘ) বক্তব্যটির মর্মার্থ আলোচনা করো।
ক) আর্মাডা কী?
প্রখ্যাত জার্মান কবি বের্টোল্ট ব্রেখ্ট-এর লেখা ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে।
এই কবিতায় উল্লেখিত ‘আর্মাডা’ হল স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নৌ-বহরের নাম। এই নৌবহরে মোট ২২ টি যুদ্ধজাহাজ ও ১০৮ টি অস্ত্রসজ্জিত বাণিজ্যিক জাহাজ সহ মোট ১৩০ টি জাহাজ। সুদক্ষ ও রণাকুশলী নৌ সেনাদের অসামান্য দক্ষতায় স্পেনীয় আর্মাডা তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ নৌ-বহরে পরিণত হয়।
খ) আর্মাডা কেন ডুবেছিল?
মূলত স্পেনীয় আর্মাডার সাংগঠনিক দুর্বলতা, খারাপ আবহাওয়া, নৌ যুদ্ধের পুরনো কৌশল ব্যবহার তাদের অনেকটাই পিছিয়ে দিয়েছিল। অন্যদিকে স্পেনের তুলনায় ইংরেজদের যুদ্ধ জাহাজের সংখ্যাধিক্য, নৌ-বন্দুক ও কামান ব্যবহারের নতুন কৌশল এবং উন্নত যুদ্ধ কৌশল প্রয়োগ, সর্বোপরি চেনা পরিবেশে যুদ্ধ পরিচালনার সুবিধা, ইংরেজদের জয় ও স্পেনীয়দের পরাজয়কে অবশ্যম্ভাবী করে তুলেছিল। মূলত ইংরেজ নৌবাহিনীর কামান ব্যবহারের অভিনব কৌশলে গ্রেট আরমাডার যুদ্ধ জাহাজগুলো ডুবে গিয়েছিল।গ) আর্মাডা ডোবার প্রতিক্রিয়া কাদের মধ্যে কীভাবে দেখা গিয়েছিল?
অথবা,মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ কর।
১৫৮৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে এবং এই রণতরী পাঠায়। কিন্তু এই যুদ্ধে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের নৌবাহিনীর কাছে স্পেনীয় আর্মাডা শোচনীয় ভাবে পরাজিত হয়। শেষমেষ কোনমতে মাত্র ৬৭ টি জাহাজ স্পেনে ফেরত আসে।আলোচ্য কবিতায় কবি এই ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে মানব সভ্যতার ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদানের স্বীকৃতি আদায়ের চেষ্টা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ‘গ্রেট আর্মাডা’র এই পরাজয় কিংবা ইংল্যান্ডের জয় —কোনটাই শ্রমজীবী মানুষের ভূমিকাকে অস্বীকার করে ব্যাখ্যা করা যাবে না। এই নৌবহরের পরাজয়, শুধু রাজা ফিলিপকে নয়, কাঁদিয়েছিল স্পেনের অগণিত সাধারণ শ্রমজীবী জনগণকেও, যাঁদের মধ্যে ছিল এই নৌবহরের পরাজিত সৈনিকরাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন