পাতায় পাতায় জয় / জয়োৎসবের ভোজ বানাত কারা? — ২০১৬
ক) ‘জয়োৎসবের ভোজ’ কী?খ) ‘পাতায় পাতায়’ বলতে কোন্ পাতার কথা বোঝানো হয়েছে?
গ) ‘পাতায় পাতায়’ কাদের জয় লেখা?
ঘ) ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) ‘জয়োৎসবের ভোজ’ কী?
উদ্ধৃত অংশটি বের্টোল্ট ব্রেখ্ট-এর লেখা ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ নামক অনুবাদ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ‘জয়োৎসবের ভোজ’ কথাটির দ্বারা সাম্রাজ্যবাদী রাজশক্তির ‘যুদ্ধ জয়ের উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ব্যবস্থা’কে বোঝানো হয়েছে। এবং বলা হয়েছে ‘যুদ্ধ জয়’ এবং সেই ‘জয়কে স্মরণীয় করে রাখার যে আয়োজন’ —সমস্ত অংশ জুড়েই রয়েছে শ্রমজীবী মানুষের হাতের ছোঁয়া।
দুর্ভাগ্যের হলেও সত্য যে, এই উৎযাপন জয়ের প্রকৃত কান্ডারীদের নয়, স্মরণীয় করে রেখেছে তথাকথিত কান্ডারীদের যুদ্ধবাজ রাজাকে।
খ) ‘পাতায় পাতায়’ বলতে কোন্ পাতার কথা বোঝানো হয়েছে?
‘পাতায় পাতায়’ বলতে এখানে সাম্রাজ্যবাদী রাজশক্তির পৃষ্ঠপোষকতায় লেখা ইতিহাসের পাতাকে বোঝানো হয়েছে।
গ) ‘পাতায় পাতায়’ কাদের জয় লেখা?
এই ইতিহাসের পাতায় লেখা হয়েছে পুঁজিবাদের ধারক-বাহক এই সব সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ শাসকদের যুদ্ধ জয়ের গৌরব গাথা। যা আসলে তাদেরই পৃষ্ঠপোষকতায় লেখা বিকৃত ইতিহাস।
ঘ) ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
জার্মান কবি বের্টোল্ট ব্রেখ্ট তাঁর এই কবিতায় যে মনোভাব প্রকাশ করেছেন তা প্রচলিত ধ্যান ধারণার সঙ্গে মেলেনা। তাই দেখা যায়, যারা জয়োৎসব করত, কবির সহানুভূতি ও সমর্থন তাদের সঙ্গে নেই, আছে যারা ‘জয়োৎসবের ভোজ’ বানাত তাদের সঙ্গে। কারণ তার মতে, শ্রমজীবী মানুষই ইতিহাসের প্রকৃত নায়ক। তাই যে শ্রমিক টিপস নির্মাণে পাথর ঘরে এনেছিল কিম্বা গুঁড়ো হয়ে যাওয়া ব্যাবিলনকে বারবার গড়ে তুলেছিল, তাদের অবদানকে স্বীকৃতি দিতেই তাঁর এই কবিতার অবতারণা।
প্রকৃতপক্ষে, এই কবিতার মাধ্যমে তিনি চীনের প্রাচীর নির্মাণের রাজমিস্ত্রিদের তেমন কুর্নিশ জানিয়েছেন তেমনি আলেকজান্ডারের সঙ্গে থাকা বীর সৈনিক, স্পেনের নৌবহর ডুবে যাওয়ায় কাতর সেদেশের সাধারণ মানুষ এবং দ্বিতীয় ফেডারিকের দীর্ঘ যুদ্ধের ছায়া সঙ্গীদেরই তিনি ইতিহাসের প্রকৃত নায়ক ভেবেছেন। প্রতিবাদ করেছেন এইসব নায়কদের মিথ্যা ইতিহাসের আড়ালে ঢেকে রাখার অশুভ ও অনৈতিক চেষ্টাকে।
---------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন