“সরু লিকলিকে আঙুল দিয়ে সেইসব খুনিদের সে শনাক্ত করছে”
ক) কে শনাক্ত করছে?খ) এখানে কাদের খুনি বলা হয়েছে এবং কেন?
অথবা,
এখানে খুনি বলতে লেখক কাদের বুঝিয়েছেন এবং কেন?
গ) সে খুনিদের শনাক্ত করছে কেন?
অথবা,
গ) সে খুনিদের শনাক্ত করছে কেন?
অথবা,
‘সে শনাক্ত করছে’ বলার কারণ কী?
ক) কে শনাক্ত করছে?
উদ্ধৃত অংশটি লেখক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ‘আমার বাংলা’ গ্রন্থের অন্তর্গত ‘হাত বাড়াও’ রচনা থেকে নেয়া হয়েছে।
এই রচনা তিনি ‘অদ্ভুত জন্তু’র মতো দেখতে এক অনাহারি উলঙ্গ কঙ্কালসার দেহবিশিষ্ট কিশোরের কথা বলেছেন। লেখক এর ভাষ্য মতে, এই কিশোরীই যেন পঞ্চাশের দুর্ভিক্ষের সময় অনাহারে মৃত অসংখ্য মানুষের খুনিদের শনাক্ত করছে।
খ) এখানে কাদের খুনি বলা হয়েছে এবং কেন?
অথবা,
এখানে খুনি বলতে লেখক কাদের বুঝিয়েছেন এবং কেন?
পঞ্চাশের মন্বন্তর ছিল মূলত মনুষ্যসৃষ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জনিত ভয়াবহ আর্থিক সংকট, ইংরেজ সরকারের লাগামহীন শাসন ও শোষণ, সরকারের উদাসীনতায় বেড়ে ওঠা জোতদার, মজুতদার ও মহাজনদের সীমাহীন লোভ, নিরন্ন মানুষের প্রতি উচ্চবিত্ত মানুষের উদাসীনতা এবং মধ্যবিত্ত পরিবারের স্বার্থপর মানসিকতা এই ভয়ংকর পরিস্থিতির জন্ম দিয়েছিল। লেখকের ভাবনায়, অনাহার ক্লিষ্ট মৃতপ্রায় এই কিশোরের কাছে, আলোচ্য সময়ের সামাজিক ও মানবিক বিপর্যয় সৃষ্টিকারী এই সব মানুষেরাই ছিল অসংখ্য অনাহারে মৃত মানুষের খুনী।
আসলে এই মৃত মানুষদের মৃত্যু, কোন স্বাভাবিক মৃত্যু ছিল না। মনুষ্যসৃষ্ট সামাজিক ও মানবিক বিপর্যয়ের কারণেই এই মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। আর এ কারণেই, যাদের শাসন, শোষণ এবং লোভ ও স্বার্থপরতার কারণে এইসব মানুষের অকাল মৃত্যু ঘটেছে, লেখক এবং কঙ্কালসার মৃত প্রায় কিশোরের কাছে তারা খুনি বলে সাব্যস্ত হয়েছে।
গ) সে খুনিদের শনাক্ত করছে কেন?
অথবা,
‘সে শনাক্ত করছে’ বলার কারণ কী?
লেখকের ভাবনায়, এই অনাহারি মৃতপ্রায় কিশোরটি আলোচ্য সময়ের সামাজিক ও মানবিক বিপর্যয়ের যারা কুশীলব, তাদেরকে সে শাস্তি দিতে চায়। সে চায় এদের শোষণ ও বন্ধন মুক্ত হয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ স্বাধীন ও সুখী জীবনের অধিকারী হোক। যুদ্ধ ও দুর্ভিক্ষের ঘন অন্ধকার থেকে মানুষ আলোয় ফিরে আসুক। কিন্তু সে যেন বুঝতে পেরেছে, সমাজের এই কুচক্রী ও স্বার্থপর মানুষদের শনাক্ত করে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে না পারলে, এই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তাই সে এইসব খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে। আর এ কারণেই লেখক ‘সে শনাক্ত করছে’ কথাটা এখানে ব্যবহার করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন