“জীবন কোথায়?” — ২০১৯, ২০২২
খ) বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন?
গ) সত্যিই কি তাঁরা হাস্যজ্জ্বল জীবনের সন্ধান পেয়েছিলেন?
ক) কে কাকে একথা বলেছেন?
বিশিষ্ট নাট্যকার শম্ভু মিত্রের লেখা ‘বিভাব’ নাটকে শম্ভু মিত্র তাঁর সহ অভিনেতা আমর গাঙ্গুলিকে উদ্দেশ্য করে আলোচ্য মন্তব্যটি করেছেন।
খ) বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন?
নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে নাট্যদলের সম্পাদকের নির্দেশে হাসির নাটকের উপকরণ খুঁজতে শম্ভু মিত্র তার সহ-অভিনেতা আমার গাঙ্গুলীর বাড়িতে যান। সেখানে তৃপ্তি মিত্রের নির্দেশানায় ‘লভ সিন’ এবং ‘প্রগ্রেসিভ লভ সিন’ অবতারণার মাধ্যমে হাসির উপকরণ তৈরীর চেষ্টা হয়। কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত বিফল হয়। এই বিফলতার কারণ খুঁজতে গিয়ে তাঁরা উপলব্ধি করেন, প্রকৃত হাসির উপাদান এই ঘটনার মধ্যে নেই। অনেক চিন্তাভাবনার পর শম্ভু মিত্র উপলব্ধি করেন, প্রকৃত ‘হাসির খোরাক’ রয়েছে সাধারণ মানুষের জীবন জীবিকা কেন্দ্রিক নিত্যনৈমিত্তিক ঘটনার মধ্যে। তাই হাসির উপকরণ খুঁজে পেতে হলে খুঁজে বের করতে হবে সেই সাধারন জীবনকে। শম্ভু মিত্রের মতে, এই জীবনকে খুঁজে পাওয়া যাবে চার দেয়ালের বাইরে — রাস্তায়, মাঠে, ঘাটে, সাধারণ মানুষের মাঝখানে।
গ) সত্যিই কি তাঁরা হাস্যজ্জ্বল জীবনের সন্ধান পেয়েছিলেন?
যদিও, চার দেওয়ালের বাইরে গিয়ে তাঁরা প্রত্যক্ষ করেন জীবনের রূঢ় বাস্তবতাকে। তাঁরা প্রত্যক্ষ করেন যে, অন্ন ও বস্ত্রের দাবিতে একটা মিছিল এগিয়ে আসছে। হঠাৎ একদল পুলিশ এসে তাদের এগোতে নিষেধ করছে। মিছিলকারীরা পুলিশের নির্দেশ অগ্রাহ্য করলে তার প্রতিক্রিয়ায় পুলিশ গুলি চালায়। দুইজন ছেলেমেয়ে গুলি খেয়ে মাটিতে লুকিয়ে পড়ে। পুলিশ মার্চ করতে করতে চলে গেলে অমর ছুটে এসে আহত মেয়েটির মাথায় হাত দেন। মঞ্চ লাল আলোয় ভরে যায়।
এই ঘটনাকে সামনে রেখে শম্ভু মিত্র উপলব্ধি করেন, মন্বন্তর, দ্বিধা বিভক্ত বাঙালির উদ্বাস্তু জীবন, ভয়াবহ খাদ্য সংকটে বাঙালি জীবন জর্জরিত। উপলব্ধি করেন, এই পরিস্থিতিতে সারা বাংলা জুড়ে আর কোথাও কোন হাসির উপাদান অবশিষ্ট নেই। আর একারণেই শম্ভু মিত্র তার হাসির নাটকের সন্ধান শেষ করেন এই শ্লেষার্থক মন্তব্য দিয়ে, “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?” জীবনের নির্মম অভিজ্ঞতা এবং সস্তা জনপ্রিয়তার খোঁজে নাটকের প্রযোজনা করার চেষ্টাকে এভাবেই তীব্র শ্লেষে বিদ্ধ করেন নাট্যকার।
-----------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন