‘বিভাব’ কথার সাধারণ অর্থ কী? ‘বিভাব’ নাটকটির নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ, আলোচনা করো।
ভূমিকা / বিভাব শব্দের অর্থ :
সংস্কৃত নাট্যশাস্ত্র অনুসারে, কাব্যে বা নাটকে শোক, হাস্য, রাগ, রতি, আনন্দ ইত্যাদি নয় প্রকার স্থায়ী ভাব উদ্ভবের হেতু বা কারণকে ‘বিভাব’ বলা হয়।
নাট্যকারের উদ্দেশ্য :
নাট্যকার শম্ভু মিত্রের বক্তব্য অনুযায়ী এই নাটকের লক্ষ্য ছিল হাসির ভাব জাগিয়ে তোলা। সেদিক থেকে বিচার করলে, নাটকের নামকরণের প্রধান উদ্দেশ্য এখানে সার্থক ভাবে প্রতিফলিত হয়েছে।
নাটকের বিষয়বস্তু বিশ্লেষণ :
দর্শকের মনোরঞ্জন হাসি কান্না উভয় মাধ্যমেই হয়। আলোচ্য নাটকে নাট্য দলের সম্পাদক নির্দেশ দেন, জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে একটি হাসির নাটকের উপস্থাপনা করতে হবে। কারণ, বাঙালি ‘কাঁদুনে জাত’ — এই অপবাদ ঘোচাতে হবে বলে নাট্যকারের এই সিদ্ধান্ত। এছাড়া শিল্প সৌন্দর্যকে অতিক্রম করে বক্স অফিসে ভালো সাড়া পাওয়াও নাট্যকারের অন্যতম লক্ষ্য। তাই হাসির দৃশ্য তৈরি করার জন্য করা হয় নানান পরিকল্পনা।
এই উদ্দেশ্য নিয়েই নাটকের প্রধান চরিত্র শম্ভু অমর মিত্রের বাড়িতে এসে পৌঁছান। মানবিক আবেদন সমৃদ্ধ বিষয় খুঁজতে প্রথমে প্রেমের দৃশ্যের অবতারণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে প্রথমে তৃপ্তি মিত্রের নির্দেশনায় হাস্যরস সৃষ্টির চেষ্টা করা হয়। ‘লভ সিন’ ও ‘প্রগ্রেসিভ লাভ সিন’ তৈরী হয় এই উদ্দেশ্যকে সামনে রেখেই। কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা ব্যর্থ হয়। এবং এই সিদ্ধান্তে পৌঁছান যে, এভাবে দর্শককে হাসানো সম্ভব নয়।
একসময় হাসির খোরাক খুঁজতে চার দেয়ালের বাইরে বেরিয়ে আসেন তারা। এরপর তারা দেখতে পায় না, অন্যবস্ত্রের দাবি জানিয়ে একটি মিছিল এগিয়ে আসছে। পুলিশ তাদের থামতে বলছে। কিন্তু দুইজন প্রতিবাদী ছেলেমেয়ে পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করে। এর প্রতিক্রিয়ায় গুলি চালানোর নির্দেশ দিলে পুলিশের গুলিতে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। মিছিল থেকে হাহাকার গো গানের আওয়াজ ভেসে আসে। এগুলো বাস্তবতার মুখোমুখি হয়ে সম্ভবত অমর গাঙ্গুলীর কাছে জানতে চায় এবার তার হাসি পাচ্ছে কিনা। সেই সঙ্গে শম্ভু মিত্র বিদ্রুপের ভঙ্গিতে বলেন, “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?”
নামকরণের সার্থকতা বিচার :
এভাবে বিভাব নাটক তার গতিপথের একেবারে শেষ প্রান্তে এসে পাঠক মনে সময়ের যন্ত্রণা ও বিভ্রান্তির যে কঠোর অভিঘাত আনে তাতেই পাঠকের মনে রসের উদ্রেক হয়। আর এ কারণেই নাটকের ‘বিভাব’ নামকরণ সার্থক হয়ে ওঠে।
--------------xx------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন