দিল্লী, তুমি এমন হলে কেন?
দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের কবিতা |
শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের কবিতা
Poems of Bahadur Shah Zafar II
রেশমখানি অঙ্গে ধরে তবধাঁধিয়েছিলে আমার দুটি চোখ,
আধফোটা ফুল হৃদয়কমলতলে
এই ঋতুরাজ তোমার সঙ্গী হোক।
প্রাণের সাথে চলে প্রাণের খেলা
তেমনি ছিলে ঘ্রাণের মত মোর
সময় হলে সবার যেতে হয়-
তুমিও গেলে ভেঙে সুখের দোর।
অধর ছুঁয়ে অধর কথা বলে
হৃদয় জানে ব্যথার গোপন সুর
পাছে তোমার ভালবাসায় পড়ি
তোমায় ছেড়ে যাচ্ছি বহু দূর
আশার আলো নিভছে চিরতরে
মনকে আমি বোঝাই নাকো আর
ধুলোয় ছিলাম, ধুলোয় ফিরে যাব
আমায় আজ কারই বা দরকার?
দিল্লী তুমি আমার দেবপুরী
আদর যেন বইত হাওয়ার ভেলা
এখন তুমি জ্বলতে থাকা চিতা
জমতে থাকা কান্না, অবহেলা।
রাস্তা জুড়ে শবের স্তুপ জমে
চোখের জল শুকিয়ে গেছে যেন
মৃতেরা সব নেই তো কোনখানে
দিল্লী, তুমি এমন হলে কেন?
ছিন্ন হৃদয়, ছিন্ন মাংস-হাড়
মনন জ্বলে দীর্ঘ সব শ্বাসে
রক্তপুরী, সব হারাদের দেশ
আমার চোখ সজল হয়ে আসে।
চিরটাকাল সঙ্গে কে আর থাকে?
সবার ভাগ্যে সব ভাল কি সয়?
মনে ভাবি পরম নবীর বাণী
সকল কিছু ভালোর জন্য হয়।
অনুবাদ করেছেন কৌশিক মজুমদার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন