“সেকালে ঘন ঘন ‘সাকা’ হতো।”
ভারতীয় গল্প : অলৌকিক। “সেকালে ঘন ঘন ‘সাকা’ হতো” |
খ) কোথায় সাকা হয়েছিল?
গ) এর ফল কী হয়েছিল?
ক) ‘সাকা’ কী?
পাঞ্জাবি শব্দ ‘সাকা’র অর্থ হল ‘মহৎ কাজে প্রাণোৎসর্গ করা’। শিখ ধর্ম বিশ্বাস অনুযায়ী শিখ সম্প্রদায়ের মানুষের ধর্ম জাতীয়তা ও সম্মান রক্ষার্থে জীবন উৎসর্গ করার ঘটনাকে ‘সাকা’ বলে।খ) কোথায় সাকা হয়েছিল?
প্রখ্যাত পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগাল রচিত ‘অলৌকিক গল্প’ থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এই গল্পে ‘হাসান আবদাল’ নামে একটি অঞ্চল ও সেখানকার একটি জঙ্গলের কথা আছে। জনশ্রুতি আছে, এই জঙ্গলে গুরু নানক পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর হাত দিয়ে থামিয়ে দিয়েছিলেন, যাতে তাঁর হাতের ছাপ আজও লেগে আছে। এই ঘটনার পরবর্তী সময় থেকে এই অঞ্চলের নাম হয় ‘পাঞ্জাব সাহেব’। এখানেই ‘সাকা’ হয়েছিল।
[হাসান আবদাল জায়গাটা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটক জেলার একটি শহর, যা দেশের রাজধানী ইসলামাবাদ থেকে 40 কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।]
গ) এর ফল কী হয়েছিল?
এই গল্পের বর্ণনা অনুযায়ী ইংরেজ শাসক গোষ্ঠী দূরের শহরের নিরস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে খিদের চেষ্টায় কাতর কয়েদিদের ট্রেনে চড়িয়ে অন্য শহরের জেলে পাঠানোর ব্যবস্থা করে। ট্রেন্ডি পাঞ্জা সাহেবের ভেতর দিয়েই যাবে। যে পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, সেই শহর দিয়ে ক্ষিধা পৃষ্ঠা নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা যাবে বিষয়টি সেখানকার জনসাধারণ মেনে নিতে পারেননি। সিদ্ধান্ত হয় ট্রেনটি থামানো হবে এবং স্বাধীনতার সংগ্রামীদের রুটি পায়েস ডাল লুচি সহ জল খাওয়ানো হবে।
কিন্তু স্টেশন মাস্টারের কাছে ট্রেন থামানোর আবেদন করেও যখন কাজ হয়নি তখনই তারা এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়। স্ত্রী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে রেল লাইনের উপর শুয়ে পড়ে। কিছু মানুষের মৃত্যু হলেও ট্রেনটি শেষ পর্যন্ত থেমে যায়।
এই ঘটনার ফলাফল হয়েছিল এই রকম :
১) এই ঘটনার (সাকা) ফলে শিখ সম্প্রদায়ের মধ্যে মনোবল বৃদ্ধি পায়। দেশমাতৃকার মুক্তির জন্য আত্মত্যাগ করার ইচ্ছা ও সুগভীর জাতীয়তাবোধ রূপে জেগে ওঠে।
২) প্রবল ইচ্ছা শক্তি, অটল সংকল্প ও দুর্জয় সাহস দিয়ে যে অসম্ভবকে সম্ভব করা যায় —এই ঘটনা সেটাই প্রমাণ করে। এবং লেখককে শেষ মন্তব্য সে-দিকেরই ইঙ্গিত করে, “ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে, পাথরের চাই থামানো যাবে না কেন?”
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন