“স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি?” — ২০২০
![]() |
স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? |
খ) ‘ফিলিপ’ কে? তিনি কেঁদেছিলেন কেন?
গ) ‘আর কেউ কাঁদেনি?’ — বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন?
ক) উদ্ধৃত অংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন্ কোন্ শাসকের নাম আছে?
উদ্ধৃত অংশটি ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ নামক কবিতা থেকে নেয়া হয়েছে। এই কবিতায় স্পেনের ফিলিপ বলতে স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপকে বোঝানো হয়েছে।
দ্বিতীয় ফেভিক ছাড়াও এই কবিতায় রয়েছে আরও কয়েকজন পৃথিবী বিখ্যাত শাসকের নাম। এই নাম গুলি হল প্রাচীন গ্রিসের মেসিডোনিয়ার শাসক সম্রাট তৃতীয় আলেকজান্ডার, প্রাশিয়ার শাসক দ্বিতীয় ফেডারিক, প্রখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার।
খ) ‘ফিলিপ’ কে? তিনি কেঁদেছিলেন কেন?
স্পেনের সম্রাট চার্লস পঞ্চম এবং পর্তুগালের রাজা প্রথম ফার্দিনান্দের কন্যা ইসাবেলার পুত্র , দ্বিতীয় ফিলিপ ১৫৫৬ সালে তার পিতার স্প্যানিশ সাম্রাজ্যের উত্তরাধিকারী হন এবং একটি রাজবংশীয় সংকটের অবসান ঘটলে ১৫৮০ সালে পর্তুগিজ সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচিত হন। তাঁর অধীনে, স্পেন প্রভাব এবং ক্ষমতার উচ্চতম পর্যায়ে পৌঁছেছিল, যাকে কখনও কখনও স্প্যানিশ স্বর্ণযুগ বলা হয়।তৎকালীন ইউরোপের এহেন খ্যাতিমান শাসক, স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের রণতরী স্প্যানিশ আরমাডা ইংল্যান্ডের মত একটি ছোট্ট দেশের নৌ বাহিনীর সঙ্গে বিপর্যস্ত হলে তিনি হতাশ হয়ে পড়েন। এবং এই হতাশার কারণেই তিনি কেঁদেছিলেন।
গ) ‘আর কেউ কাঁদেনি?’ — বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন?
ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে স্প্যানিশ আর্মাডা বিধ্বস্ত হলে সম্রাট দ্বিতীয় ফিলিপ প্রচন্ড ভেঙে পড়েন এবং হতাশায় কেঁদে ফেলেন। প্রচলিত ইতিহাসে এই ঘটনাকে রাজার দ্বিতীয় ফিলিপের পরাজয় বলে বর্ণিত হয়েছে। মূলত এভাবেই রাজা বা মহারাজার নামে যাবতীয় উত্থান পতনের দায়-দায়িত্ব এবং কৃতিত্ব অর্পণ করা হয়।
কিন্তু কবি বের্টোল্ট ব্রেখট ইতিহাসের এই ব্যাখ্যাকে যথাযথ নয় বলে মনে করেছেন। তাঁর মতে, পরাজয়ের এই ঘটনা শুধু ফিলিপকে কাঁদায়নি, কাঁদিয়েছিল এই দেশের আপামর জনসাধারণ এবং এই যুদ্ধে যোগদানকারী শ্রমজীবী সৈনিকদেরও। অথচ এই শ্রমজীবীর সাধারণ মানুষ ও সৈনিকদের কথা প্রচলিত ইতিহাসের পাতায় লেখা হয় না। ইতিহাসে উচ্চারিত না হওয়া এসব শ্রমজীবী মানুষের কৃতিত্বকে সামনে আনতেই বক্তা এই প্রশ্ন তুলেছেন।
----------xx--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন