“আমার দরকার শুধু গাছ দেখা / গাছ দেখে যাওয়া”
খ) বক্তা কেন কেবল গাছই দেখে যেতে চান?
অথবা,
তার গাছ দেখা দরকার কেন? - ২০১৬
গ) ‘শুধু’ শব্দটি কবি ব্যবহার করেছেন কেন?
ক) বক্তা কে :
আলোচ্য উক্তিটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ‘অঙ্গুরী তোর হিরণ্য জল’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আমি দেখি’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় প্রকৃতি প্রেমিক কবি নিজেই এই কথাগুলো বলেছেন।
খ) গাছ দেখতে চাওয়ার কারণ (প্রয়োজনীয়তা) :
একটি গাছ একটি প্রাণ - শ্লোগানটি বহুল প্রচলিত ও আলোচিত একটি বাক্যবন্ধ দিয়ে তৈরি। এর তাৎপর্যও চিরকালীন। প্রকৃতিপ্রেমী কবি শক্তি চট্টোপাধ্যায় তার ‘আমি দেখি’ কবিতায় এই স্লোগানটিকে মিশ্রকলাবৃত্ত ছন্দের মাধ্যমে যেন আরও বেশি প্রাঞ্জল করে তুলেছেন। সমস্ত কবিতা জুড়ে তিনি তুলে ধরতে চেয়েছেন গাছের সীমাহীন প্রয়োজনীয়তাকে।
আমার দরকার শুধু গাছ দেখাকিন্তু শুধু গাছ দেখতে চাইলেই তো হবে না। তা রোপণ ও সংরক্ষণ করাও জরুরী। কবি গভীর হতাশার সঙ্গে লক্ষ্য করেছেন, নাগরিক জনসমাজ কখনও প্রয়োজনে, আবার কখনও প্রলোভনে এই বন্ধুপ্রতিম গাছকে অবলীলায় নিধন করে চলেছে। কবির কাব্যিক চিত্রকল্পে তা ধরা পড়ে এভাবে :
গাছ দেখে যাওয়া
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়কবি তাই ব্যথিত হন। একারণেই, বেদনাহত মন নিয়ে তিনি শহরের সহ-নাগরিকদের বোঝাতে চান, গাছের প্রয়োজনীয়তা কতটা। বলেন :
সবুজের অনটন ঘটে...
গাছের সবুজটুকু শরীরে দরকার
আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার
আসলে কবি জানেন, দূষণজর্জর নগর জীবনের বিশল্যকরণী হয়ে উঠতে পারে সবুজ গাছ। তাই, তিনি সারা জীবন তাঁর চারপাশে শুধু গাছ দেখে যেতে চেয়েছেন।
গ) ‘শুধু’ শব্দের ব্যবহারের তাৎপর্য :
গাছের এই সর্ব-রোগ হরণকারী ক্ষমতা লক্ষ্য করে তিনি তাকে পরমাত্মীয়ের মতো তার গভীর, নিবিড় এবং সার্বক্ষণিক সান্নিধ্য পেতে চেয়েছেন। শহর জুড়ে গাছকে দেখতে চাওয়ার এই আকাঙ্ক্ষা তাঁর কতটা তীব্র, তা প্রকাশ করার জন্যই তিনি ‘শুধু’ শব্দটি ব্যবহার করেছেন।
--------------xx------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন