‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতার প্রশ্ন ও উত্তর
‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতার প্রশ্ন ও উত্তর |
Question and answer of poem ‘Crondanrata Jananir Pashe’
কবিতাটি পড়ো
১) সমকালীন সামাজিক অবক্ষয় ও মানবতার অমলিন প্রেক্ষাপট চিত্রিত হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় — আলোচনা করো।
২) ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন?
অথবা,
‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতার কবিতায় জননীকে ‘ক্রন্দনরতা’ বলে উল্লেখ করা হলো কেন? কবি তাঁর কি কর্তব্য এ কবিতায় নির্দিষ্ট করেছেন?
৩) “ক্রন্দনরতা জননীর পাশে / এখন যদি না-থাকি”
ক) ‘এখন’ বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে?
খ) সেই সময় জননী ক্রন্দনরতা কেন?
গ) কবি ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চেয়েছেন কেন?
৪) “কেন তবে লেখা, কেন গান গাওয়া / কেন তবে আঁকাআঁকি”
ক) প্রশ্নগুলি কার? কোন প্রসঙ্গে করেছেন?
খ) কবির মধ্যে কেন এই প্রশ্ন অনিবার্য হয়ে উঠেছে?
অথবা,
একথা বলার কারণ কী?
গ) এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন্ বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে?
৫) “নিহত ভাইয়ের শব দেহ দেখে / নাই যদি হয় ক্রোধ”
ক) কবি কাকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন?
খ) কোন প্রসঙ্গে কবির এই প্রতিক্রিয়া?
অথবা,
ক্রোধের কারণ কি?
গ) এ প্রসঙ্গে কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো।
৬) “কেন ভালোবাসা কেন-বা সমাজ / কীসের মূল্যবোধ!”
ক) বক্তা কে?
খ) কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন তুলেছেন?
অথবা,
কোন্ মানসিক যন্ত্রণা থেকে কবি একথা বলেছেন?
৭) “আমি কি তাকাব আকাশের দিকে / বিধির বিচার চেয়ে?”
ক) কে, কোন্ প্রসঙ্গে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন?
খ) তিনি কোন্ বিচারের কথা উল্লেখ করেছেন?
গ) তাঁর মনে এই দ্বন্দ্বমূলক প্রশ্ন জাগার কারণ কী?
ঘ) তিনি বিধির বিচার প্রত্যাশা করেন না কেন?
ঙ) এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।
খ) তিনি কোন্ বিচারের কথা উল্লেখ করেছেন?
গ) তাঁর মনে এই দ্বন্দ্বমূলক প্রশ্ন জাগার কারণ কী?
ঘ) তিনি বিধির বিচার প্রত্যাশা করেন না কেন?
ঙ) এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।
৮) “আমি তা পারি না। যা পারি কেবল” - ২০১৮, ২০২২
ক) আমি কে?
খ) তিনি কী পারেন না?
গ) তিনি কেন তা পারেন না?
অথবা,
তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো।
ঘ) না পারার বেদনা তাঁকে কীভাবে আলোড়িত করেছে কবিতা অবলম্বনে লেখো।
ঙ) তিনি কী পারেন?
অথবা,
বক্তা কীভাবে তাঁর কর্তব্য পালন করতে চান?
৯) “সে-ই কবিতায় জাগে”
ক) কোন কবিতার কথা বলা হয়েছে?
খ) ‘সে’ কে?
খ) কবিতায় কী জাগার কথা বলতে চেয়েছেন কবি?
গ) এই জাগার ফলাফল কী হবে বলে কবি আশা করেছেন?
১০) “আমার বিবেক আমার বারুদ / বিস্ফোরণের আগে।”
ক) এমন অনুভূতি কার?
খ) তাঁর এমন অনুভূতির কারণ কী?
খ) উক্তিটির মধ্য দিয়ে যে প্রতিবাদী উচ্চারণ ধ্বনিত হয়েছে তার তাৎপর্য আলোচনা করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন