কবিতা : ‘আমি দেখি’
কবিতা : ‘আমি দেখি’ : শক্তি চট্টোপাধ্যায় |
কবি : শক্তি চট্টোপাধ্যায়
‘Aami Dekhi’ - a Poetry, written by Sakti Chattopadhyay
গাছগুলো তুলে আনো, বাগানে বসাও
আমার দরকার শুধু গাছ দেখা
গাছ দেখে যাওয়া
গাছের সবুজটুকু শরীরে দরকার
আরবদের জন্য ওই সবুজের ভীষণ দরকার
বহুদিন জঙ্গলে কাটেনি দিন
বহুদিন জঙ্গলে যাইনি
বহুদিন শহরেই আছি
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে...
তাই বলি, গাছ তুলে আনো
বাগানে বসাও আমি দেখি
চোখ তো সবুজ চায়!
দেহ চায় সবুজ বাগান
গাছ আনো, বাগানে বসাও।
আমি দেখি।।
--------xxx------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন