“তাই বলি, গাছ তুলে আনো”
ক) বক্তা কে?
খ) তিনি কেন গাছ তুলে আনতে বলছেন?
গ) উদ্ধৃতিতে তাই শব্দটি কেন ব্যবহার করেছেন?
ঘ) উদ্ধৃতিতে কবি যে আন্তরিক আবেদন প্রকাশ পেয়েছে তা সংক্ষেপে আলোচনা করো।
ক) কে, কোথায় একথা বলেছেন?
প্রকৃতিপ্রেমিক কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর ‘অঙ্গুরি তোর হিরণ্য জল’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আমি দেখি’ কবিতায় উদ্ধৃত উক্তিটি করেছেন।
খ) গাছ তুলে আনতে বলার কারণ :
আপাত দৃষ্টিতে দেখলে মনে হয়, কবির এই উক্তিটি পরিবেশ বিরোধী। কিন্তু ‘আমি দেখি’ কবিতাটি এক ঝলক পড়লেই বোঝা যায় এই কবিতার মর্মবস্তু হল বৃক্ষরোপণের আহ্বান সম্বলিত একটি কাব্যিক সন্দর্ভ।
আসলে কবি জানেন মানুষ-সহ সমস্ত জীব প্রকৃতির ওপর গভীরভাবে নির্ভরশীল। উভয়ের সম্পর্ক অনেকটা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের মতো। কিন্তু কিছু মানুষ তাদের ক্ষমতার জোরে এই সম্পর্ককে উপেক্ষা করে ব্যক্তিগত লাভ ও লোভের বশবর্তী হয়ে বৃক্ষ নিধনে মেতে ওঠে। ফলে নাগরিক জীবনে নেমে আসে ক্লেদ ক্লান্তি ও অবসাদ। যন্ত্র সভ্যতার দাপটে প্রকৃতি বৃক্ষ শূণ্য হয়ে নির্মলতা ও কোমলতা হারিয়ে মানুষের পক্ষে অসহনীয় হয়ে পড়ে।
কবি শক্তি চট্টোপাধ্যায় এই অবস্থা থেকে প্রকৃতিকে মুক্ত করে মানুষের বসবাসের উপযোগী করে তুলতে শহর জুড়ে বৃক্ষ রোপন করার আহ্বান জানিয়েছেন। সবুজ শূণ্য শহরে বৃক্ষরোপণের উদ্দেশ্যেই কবি বন থেকে গাছ তুলে আনতে বলেছেন।
গ) উদ্ধৃতিতে ‘তাই’ শব্দটি কেন ব্যবহার করেছেন?
‘তাই’ শব্দটি আসলে সিদ্ধান্ত সূচক অব্যয় পদ। সাধারণত কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত টানার জন্য এই পদটি ব্যবহৃত হয়ে থাকে। আলোচ্য কবিতায় কবি গাছ মানুষের জন্য কতটা এবং কেন প্রয়োজন তা যুক্তিসহ উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং বলেছেন,
গাছের সবুজটুকু শরীরে দরকার
আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার
এভাবে রোগমুক্ত জীবন ও শহরের সৌন্দর্যায়নের জন্য যে উদ্ভিদের প্রয়োজন তা বোঝানো এবং তার ভিত্তিতে বৃক্ষরোপণের সিদ্ধান্তকে যুক্তিযক্ত বলে প্রমাণের তাগীদকে কবি ‘তাই’ অব্যয় পদটি ব্যবহার করেছেন।
ঘ) উদ্ধৃতিতে কবি যে আন্তরিক আবেদন প্রকাশ পেয়েছে তা সংক্ষেপে আলোচনা করো।
কবি শক্তি চট্টোপাধ্যায় জানেন মানুষ-সহ সমস্ত জীব প্রকৃতির ওপর গভীরভাবে নির্ভরশীল। উভয়ের সম্পর্ক অনেকটা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের মতো। তাই উন্নয়নের নামে অরণ্য সম্পদ ধ্বংস হলে কবি প্রবলভাবে ব্যথিত হয়ে ওঠেন।
গাছগুলো তুলে আনো, বাগানে বসাওশুধু তাই নয়, এই আবেদনের সাথে সাথে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন, কেন প্রয়োজন বন থেকে গাছ তুলে বাগানে বসানো।
আমার দরকার শুধু গাছ দেখা
গাছের সবুজটুকু শরীরে দরকারশহর জুড়ে গাছ লাগানোর এই আবেদনকে যুক্তিগ্রাহ্য করার জন্য তিনি উল্লেখ করেন
আরোগ্যের জন্যে এই সবুজ ভীষণ দরকার
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়এভাবে কার্যকারণ সম্পর্কের মোড়কে তিনি সমস্ত কবিতা জুড়ে নাগরিক সমাজের কাছে আন্তরিক আবেদন রেখেছেন এবং বলেছেন, আমাদের চোখ চায় সবুজ, দেহ চায় সবুজ বাগান। কবির কথায়,
সবুজের অনটন ঘটে
তাই বলি, গাছ তুলে আনো
বাগানে বসাও আমি দেখি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন