মহাশ্বেতা দেবীর গল্প 'ভাত'। প্রশ্নোত্তর
মহাশ্বেতা দেবীর গল্প। ভাত। প্রশ্ন ও উত্তর |
উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন - বাংলা সাহিত্যচর্চা
গল্পটি পড়ো
১) ভাত গল্প অবলম্বনে উৎসব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো।
২) ভাত গল্পে বাসিনি চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।
৩) ভাত গল্পের মধ্যে একদিকে রয়েছে অন্নের প্রাচুর্য এবং অপরদিকে রয়েছে বুভুক্ষ মানুষদের দুমুঠো অন্নের আশায় বাদার অন্বেষণ — মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।
৪) “ভাত খাবে, কাজ করবে”
ক) কি প্রসঙ্গে কে এই কথা বলেছে?খ) নির্দিষ্ট লোকটি কীভাবে কী কাজ করলো?
৫) “লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি”
ক) লোকটা কে?
খ) তার চাহনির বিশেষত্ব কী ছিল বলে তোমার মনে হয়?
গ) তার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি কেন?
৬) “এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে।” ২০১৮, ২০২২
ক) কোন সংসারের কথা বলা হয়েছে?
খ) বড় পিসিমা কে?
খ) গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়?
৭) “তার বিয়ে হয়নি।”
ক) কার কথা বলা হয়েছে?
খ) বিয়ে না হওয়ার কারণ কী?
গ) সে কোন্ কোন্ দায়িত্ব পালন করত?
৮) “একথা সত্যি না মিথ্যে কে জানে।”
ক) একথা বলতে কোন্ কথাকে বোঝানো হয়েছে?
খ) কথাগুলোর সত্যতা নিয়ে সংশয় দেখা দেয়ার কারণ কী?
৯) “ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি?”
ক) কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন?
খ) যার সম্পর্কে এ কথা বলা হয়েছে, তার চেহারার বর্ণনা দাও।
গ) লোকটি কোথায় কেন এসেছে লেখো।
১০) “রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ।”
ক) কার কাজ?
খ) বড় বাড়ির বড় ও মেজ বউ এর কাজ গুলি কি ছিল?
১১) “সেজন্যেই হোম-যজ্ঞি হচ্ছে।”
ক) হোম যজ্ঞী হওয়ার কারণ কী?
খ) এই যজ্ঞের আয়োজনের বর্ণনা দাও।
১২) বাসিনী এনেছে। বাদায় থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি।”
ক) বাসিনী কে?
খ) ও কাকে এনেছে?
গ) ‘আহিংকে’ শব্দের প্রকৃত অর্থ কি
ঘ) কার সম্পর্কে এ কথা বলা হয়েছে?
ঙ) তার ভাতের ‘আহিংকে’ এতখানি কেন?
চ) ভাতের প্রতি তার কিরূপ আহিংকের প্রকাশ ঘটেছে?
১৩) “নামতে পারলে বাছা? চালগুলো তো বের করে দেবে?”
ক) কে, কাকে, কোথা থেকে নামার কথা বলেছেন?
খ) ‘চালগুলো’র বিবরণ দাও।
১৪) “চোখ ঠিকড়ে বেরিয়ে আসে তার”
ক) কার চোখ, কেন ঠিকরে বেরিয়ে আসে?
খ) চোখ ঠিকরে আসার তাৎপর্য কী?
১৫) “পিসিমা দেখতে পেলে সব্বনাশ হবে।”
ক) এ কথা কে কাকে বলেছে?
খ) পিসিমা দেখতে পেলে সব্বনাশ হবে কেন?
১৬) “কপালটা মন্দ তার। বড়ই মন্দ।”
ক) ‘তার' বলতে কার কথা বোঝানো হয়েছে?
খ) তার কপাল মন্দ কেন?
১৭) “কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাথা মুড়ি দিয়ে ঘুমোন বোধ করি।”
ক) ‘এমন দুর্যোগ’ বলতে কোন দুর্যোগের কথা বলা হয়েছে?
খ) দুর্যোগের বর্ণনা দাও
গ) বক্তার কেন মনে হয়েছে ভগবান এমন দুর্যোগে কাঁথা মুড়ি দিয়ে ঘুমান?
১৮) “সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা।”
ক) কার সর্বনাশের কথা বলা হয়েছে?
খ) সর্বনাশের বহরখানার পরিচয় দাও।
১৯) “যা আর নেই, যা ঝড়-জল-মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল।” — ২০১৭
ক) উচ্ছব কে?
খ) সে পাগল হয়েছিল কেন?
গ) দুর্যক্তির বর্ণনা দাও।
ঘ) দুর্যোগটি উচ্ছবকে কীভাবে প্রভাবিত করেছিল?
২০) “এ গল্প গ্রামে সবাই শুনেছে”
ক) কোন গল্পের কথা বলা হয়েছে?
খ) গল্প মনে হওয়ার পর উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিল?
গ) তারপর কী ঘটেছিল?
২১) “উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি।”
ক) উচ্ছব কে? তার পরিচয় দাও।
খ) উৎসবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কী?
গ) উৎসবের আশা কতটা পূরন হয়েছিল?
২২) “লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে”
ক) লক্ষ্মী কে?
খ) আসতে না আসতে সে ভাসান যাচ্ছে কেন?
খ) উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
২৩) “তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল”
ক) কি দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল?
খ) মাথায় হাত দেওয়ার কারণ বিশ্লেষণ করো।
২৩/১) “তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়।”
ক) কোন্ কথার পরে কার ঝড়ের রাতের কথা মনে পড়ে?
খ) কোন্ কোন্ কথা এ প্রসঙ্গে তার মনে পড়ে?
২৪) “ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে।”
ক) ‘তাকে’ বলতে এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে?
খ) এই গন্ধ তাকে কেন উতলা করে?
গ) ভাতের প্রতি অত্যধিক আসক্তি তার জীবনে কী পরিনতি ডেকে এনেছিল?
২৪/১) “সেই সন্ধেয় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল।”
ক) ‘সে’ কে?
খ) কোন্ সন্ধেয় সে পেট ভরে খেয়েছিল?
গ) সেই দিনটায় কী ঘটেছিল?
২৫) “গরিবের গতর এরা সস্তা দেখে”
ক) বক্তা কে?
খ) সে কাদের সম্পর্কে এই মন্তব্য টি করেছে?
গ) এ বক্তব্যের কারণ কী?
অথবা, মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো।
২৫/১) “তুমি কী বুঝবে সতীশবাবু!”
ক) সতীশবাবু কে?
খ) তিনি কী বুঝবে না?
গ) সতীশবাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
২৬) “এ হলো ভগবানের মার।”
ক) কে, কাকে একথা বলেছিল?
খ) পরিপ্রেক্ষিতটি কী তা বুঝিয়ে লেখো।
২৭) “সেই আশাতেই প্রেত উচ্ছব মানুষ হয়ে গেল নাকি?
ক) উচ্ছব কে?
খ) উক্তিটির প্রসঙ্গ আলোচনা করো।
গ) প্রেত উচ্ছবের মানুষ হয়ে যাবার বিষয়টি আলোচনা করো।
২৮) “সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে” — ২০২০
ক) ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
খ) ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন?
গ) সে কে?
ঘ) বুঝতে পেরে সে কি করেছিল?
২৯) “উৎসবের মাথায় এখন বুদ্ধিস্থির, সে জানে সে কি করবে।”
ক) উচ্ছব কীভাবে কোন্ বুদ্ধি স্থির করে নেয়?
খ) তার পরিণতি কী হয়?
গ) উৎসবের করণীয় কাজের মধ্য দিয়ে যে সমাজ সত্যটি উঠে এসেছে — তা আলোচনা করো।
৩০) “দাঁতগুলো বের করে সে কামটের মতই হিংস্র ভঙ্গি করে।”
ক) কে কার প্রতি এ রূপ আচরণ করেছিল?
খ/ তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো
৩১) “ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে”
ক) কে কীভাবে এই ভাত জোগাড় করেছিল?
অথবা, কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে?
খ) তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো।
গ) উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো।
৩২) বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।" — ২০১৬
ক) ‘বাদা’ কাকে বলে?
খ) এখানে কোন্ বাদার কথা বলা হয়েছে?
গ) ‘আসল বাদা’ বলতে কোন্ বাদার কথা বলা হয়েছে?
ঘ) উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কী?
৩৩) “আসল বাদাটা খোঁজ করা হয় না আর”
ক) উচ্ছব কে?
খ) সে কোন্ বাদার খোঁজ করতে চেয়েছিল?
অথবা, আসল বাদা কোনটি?
গ) কেন তার পক্ষে সেই বাদাটি খোঁজ করা হয়ে উঠল না
অথবা, তা আর উৎসবের খোঁজ করা হয় না কেন?
অথবা, উৎসব ‘আসল বাদা’ খুঁজতে যেতে পারে না কেন?
ঘ) আসল বাঁধা কোথায় কীভাবে থেকে যায়?
ঙ) উচ্ছবের এই অসমাপ্ত অনুসন্ধানের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো।
৩৪) “সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে।”
ক) বাদা কাকে বলে?
খ) তা বড় বাড়িতে অচল থেকে যায় কেন?
গ) অচল হয়ে থাকার অর্থটি বুঝিয়ে দাও।
৩৪) “মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়।”
ক) উচ্ছোব কে?
খ) খ) ওরা কারা?
গ) কারা কেন তাকে থানায় নিয়ে যায়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন