১) ‘ভাত’ গল্প অবলম্বনে উৎসব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো।
অথবা,
“পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে” — উদ্ধৃত অংশের আলোকে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো।
ভূমিকা :
মহাশ্বেতা দেবীর ছোটগল্প ‘ভাত’। তার কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়া নিম্নবর্গীয় সমাজ ব্যবস্থার একজন প্রতিনিধি। তার চাহনি উগ্র, চেহারাটা বুনো বুনো। পরনে অত্যন্ত ছোট ও ময়লা লুঙ্গি। চেহারা ও চাহনি দেখেই বাড়ির বড় বউ-সহ পাঠকেরও সন্দেহ হয়েছিল তার স্বভাব চরিত্র সম্পর্কে।
মন জুড়ে মনুষ্যত্ববোধ :
অথচ উৎসবের জীবনে বিপর্যয় নেমে আসার আগে পর্যন্ত তার মধ্যে কোমলতার স্পর্শ ছিল। সতীশ মিস্ত্রির ধানে মড়ক লাগলে ধানের প্রতি পরম মমতায় সে কেঁদে ভাসায়। ভেসে যাওয়া ঘরের চালের নিচে আপন জনের স্বর শোনার আশায় সে খাওয়া-দাওয়া ভুলে বসে থাকে। অসম্ভব জেনেও পাগলের মত বলতে থাকে, “রা কাড় অ চুন্নুনির মা।”
কঠোর পরিশ্রমী :
উৎসব আগা গোড়াই অত্যন্ত পরিশ্রমী। বাদা বনে থাকতেই তার এই পরিশ্রমী মানসিকতার পরিচয় পাওয়া মেলে। গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর মনিবের বাড়িতে এসেও সে তার পরিশ্রমী সত্তার প্রমাণ রেখেছে। শুধুমাত্র খাবারের বিনিময়ে সে আড়াই মন কাঠ কেটেছে। তীব্র ক্ষুধা ও স্বজন হারানোর মানসিক যন্ত্রণার মধ্যেও সে কাজে ফাঁকি দেয় নি।
উৎসব ট্র্যাজিক চরিত্র :
উৎসব বন্যায় ঘর কন্যা হারায়। তাদের শোকে একসময় সে পাগল প্রায় হয়ে ওঠে। ঘরের চালের নিচ থেকে কোন সাড়া পাওয়ার আশায় সে সেখানেই পড়ে থাকে। সরকারি লঙ্গরখানার খিচুড়ি তাই আর তার খাওয়া হয়নি। আর, যখন তার সম্বিত ফিরলো, তখন আর খিচুড়ি নেই।
সরল প্রকৃতির মানুষ
উৎসব বড় সরল প্রকৃতির মানুষ। যে সতীশ বাবু, উৎসবের মনিব, দুর্যোগের সময় তাকে এক মুঠো খেতে দেয়নি, তারই মাঠের ধান যখন নষ্ট হলে, সে খুব করে কেঁদেছিল।
অভাবে মনুষত্ব হারায় :
ভাগ্যের ফেরে মাতলার জলোচ্ছ্বাসে তার স্ত্রী-পুত্র-কন্যা, এমন কি ভিটে-মাটি থেকে বেঁচে থাকার রসদ — সবকিছুই সে হারিয়ে ফেলে। সবকিছু হারিয়ে সে গভীর হতাশা ও নৈরাশ্যের মধ্যে নিমজ্জিত হয়। দীর্ঘদিন অভুক্ত থাকার কারণে তার চোখ এক সময় বাদা বনের কামটের মত হিংস্র দেখায়। এক সময় বুড়োকর্তার মৃত্যুর পর অসৌছেরভাত নিয়ে সে পালায়।
আসলে উৎসবের মতো বঞ্চিত প্রান্তিক মানুষদের সমাজ জীবনে তেমন কোন মূল্য নেই। তাই পয়সাওয়ালা মানুষের মানবিক মূল্যবোধ হীন চরিত্রের পাশে উৎসবের চরিত্র বড় ই বেমানান দেখায়। কারণ, অশৌচের ভাত গোগ্রাসে খাওয়ার সময় যেমন মৃতপরিজনদের কথা সে ভুলতে পারেনি, এমনি নির্দয় সতীশ বাবুর জমির ধান নষ্ট হয়ে গেলে সে কষ্ট পেতে ভোলেনি।
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন