“লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি”
খ) তার চাহনির বিশেষত্ব কী ছিল বলে তোমার মনে হয়?
গ) তার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি কেন?
ক) লোকটা কে?
উদ্ধৃত অংশটি গল্পকার মহাশ্বেতা দেবীর রচিত ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। এই গল্পে প্রধান চরিত্র উৎসব নাইয়া। এখানে লোকটা বলতে এই উৎসব নাইয়াকেই বোঝানো হয়েছে।
খ) তার চাহনির বিশেষত্ব কী ছিল বলে তোমার মনে হয়?
উৎসব নাইয়া সুন্দরবন এলাকায় বাদা অঞ্চলে বাসিন্দা। অনাহার ও অর্থাভাব তার নিত্য সঙ্গী। তারই প্র ভাব পড়েছে তার চাহনি ও পোশাক আশাকের উপর। দীর্ঘদিন অনাহারে থাকার ফলে তার চাহনি হয়ে গেছে উগ্র। চেহারায় বুনো বুনো ছাপ পড়েছে। অর্থাভাবের কারণে তার পরনের লুঙ্গিটা ছোট এবং অত্যন্ত ময়লা।
গ) তার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি কেন?
এই গল্পের বড় বউ সম্ভ্রান্ত ঘরের মহিলা। অভাব কাকে বলে তা সে দেখেনি। পেটের খিদে কীভাবে একজন মানুষের চারিত্রিক অবনমন ঘটিয়ে দিতে পারে, সে বিষয়ে তার কোনই অভিজ্ঞতা নেই। তাই উৎসব নাইয়ার ক্ষুধার্ত ও অভাবগ্রস্থ দেহের যন্ত্রণাকাতর রূপ সে উপলব্ধি করতে পারেনি। তাই বড় বউয়ের মনে হয়েছিল এই মানুষটার চাহনি ভালো নয়। হয়তো বা ভেবেছিল চোর বা বদমাইশ গোছের কোন একজন মানুষ উৎসব নাইয়া।
------------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন