“তার বিয়ে হয়নি।”
খ) বিয়ে না হওয়ার কারণ কী?
গ) সে কোন্ কোন্ দায়িত্ব পালন করত?
ক) কার কথা বলা হয়েছে?
মহাশ্বেতা দেবীর ছোট গল্প ‘ভাত’ থেকে নেওয়া হয়েছে উদ্ধৃত অংশটি। ‘তার’ বলতে এই গল্পের অন্যতম প্রধান চরিত্র বড় পিসিমার কথা বলা হয়েছে।
খ) বিয়ে না হওয়ার কারণ কী?
‘ভাত’ গল্পে বড় পিসিমা বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তার বিয়ে হয়নি। বিয়ে না হওয়ার পিছনে বাড়ির নানাজন নানা ব্যাখ্যা দিয়ে থাকেন। পাড়া-প্রতিবেশীরা বলে থাকেন যে, বুড়ো কর্তার স্ত্রী মারা যাওয়ার পর সংসারের হাল ধরার জন্য বড় পিসিমাকেই দায়িত্ব নিতে হয়। সংসার সামলানোর জন্যই নাকি অঢেল টাকাপয়সা থাকা সত্ত্বেও তার বিয়ে দেওয়া হয়নি।
আর বড়ো বাড়ির লোকেরা বলে, বড় পিসিমা নিজেই নাকি বলেছিলেন, তিনি শিব ঠাকুরকেই পতিদেবতা বলে মানেন। তাই তার সঙ্গে কোনো মানুষের বিবাহ দেওয়া উচিত নয়। তবে এসব কথার কোনটা সত্যিই আর কোনটা মিথ্যা তা কেউ জানে না। তাই সত্য যেটাই হোক, বড় পিসিমার যে আর বিয়ে করাটা হয়ে ওঠেনি — এ সত্য সবাই মানে।
গ) সে কোন্ কোন্ দায়িত্ব পালন করত?
বড় পিসিমার বিয়ে না হওয়ার নির্দিষ্ট কারণ উল্লেখ না থাকলেও কোন্ কোন্ দায়িত্ব তাকে পালন করতে হতো, ‘ভাত’ গল্পে তার স্পষ্ট উল্লেখ আছে।
পিসিমা, বড় বাড়ির সর্বময় কর্ত্রী ছিলেন। ফলে সংসারের মূল দায়িত্ব ছিল তার ওপরেই। তার নিয়মেই চলত বড় বাড়ির সবকিছু। তিনি চিরকাল হেঁসেল সামলেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বাবার সেবা করেছেন। এমনকি দাদার মরণ কালে হোম যজ্ঞের আয়োজন করা হলে সেখানেও তাকেই নেতৃত্ব দিতে হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন