রূপনারানের কুলে কবিতার প্রশ্নোত্তর
কবিতাটা পড়
বাংলা বই দ্বাদশ শ্রেণি।
- ১) ‘মৃত্যুর ছলনা ও মিথ্যা আশ্বাসের প্রতারণা যে বুঝিতে পারে সেই শান্তির অক্ষয় অধিকার লাভ করে।’ - ২০১৭
- ২) “রূপনারানের কূলে/ জেগে উঠিলাম”
- ৩) “জানিলাম এ জগৎ / স্বপ্ন নয়”
- ৪) “রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রূপ”
- ৫) “চিনিলাম আপনারে”
- ৬) “কঠিনেরে ভালোবাসিলাম”
- ৭) “সে কখনো করে না বঞ্চনা”
- ৮) “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন”
- ৯) “সত্যের দারুণ মূল্য লাভ করিবারে”
- ১০) “মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে” - ২০১৯
- ১১) রূপনারায়ণের কূলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনসায়াহ্নে উপনীত হয়ে যা উপলব্ধি করেছেন তা নিজের ভাষায় লেখো।
- ১২) ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি সত্যকে কখনো ‘কঠিন’ কখনো ‘দারুণ’ বলেছেন কেন?
- ১৩) সত্যকে কঠিনরূপে জেনেও ভালবাসার মধ্য দিয়ে কবির যে সত্যনিষ্ঠা ব্যক্ত হয়েছে তা কবিতা অনুসরণ করে লেখো।
- --------------xx------------
- 🧿 অন্যান্য কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন। বাংলা সাহিত্যচর্চা
রূপনারানের কুলে - কবিতার প্রশ্ন ও উত্তর
১) ‘মৃত্যুর ছলনা ও মিথ্যা আশ্বাসের প্রতারণা যে বুঝিতে পারে সেই শান্তির অক্ষয় অধিকার লাভ করে।’ - ২০১৭
কবিতা অনুসরণে মন্তব্যটির সার্থকতা বিচার কর।
২) “রূপনারানের কূলে/ জেগে উঠিলাম”
ক) বক্তাকে? অথবা, কে জেগে উঠলেন?
খ) তাঁর এই জেগে ওঠার স্বরূপ বা তাৎপর্য বিশ্লেষণ কর।
গ) জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। - ২০১৭
৩) “জানিলাম এ জগৎ / স্বপ্ন নয়”
ক) কার এই উপলব্ধি?
খ) তাঁর এই উপলব্ধির তাৎপর্য লেখ।
অথবা,
‘রূপনারানের কূলে’ কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো।
৪) “রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রূপ”
ক) ‘রক্তের অক্ষর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
খ) কবি কীভাবে তা প্রত্যক্ষ করেছেন?
গ) ‘আপনার রূপ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ঘ) কবি এ কথা কেন বলেছেন?
ঙ) কবি কেমনভাবে নিজের রূপ দেখলেন এবং নিজেকে চিনলেন?
৫) “চিনিলাম আপনারে”
ক) কে কখন কিভাবে নিজেকে চিনেছেন?
খ) এর ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো।
৬) “কঠিনেরে ভালোবাসিলাম”
ক) কবি কঠিনেরে কেন ভালোবেসেছিলেন?খ) কবি কীভাবে ‘কঠিনেরে’ ভালবেসেছিলেন?
গ) এই ভালোবাসা কবির জীবনে কী প্রাপ্তি এনেছিল?
ঘ) কঠোর দুঃখের তপস্যা করে কবি কীভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন তা কবিতা অনুসরণে লেখ।
অথবা,
রূপনারানের কূলে কবিতায় কবি রবীন্দ্রনাথ জীবন সায়াহ্নে উপনীত হয়ে যা উপলব্ধি করেছেন, তা নিজের ভাষায় লেখো।
৭) “সে কখনো করে না বঞ্চনা”
ক) বক্তা কে?খ) ‘সে’ বলতে কার কথা বলা হয়েছে?
গ) কে, কখনো বঞ্চনা করে না?
ঘ) সে ‘বঞ্চনা’ করে না কেন?
ঙ) বঞ্চনা বলতে কবি এখানে কী বুঝিয়েছেন?
চ) কখন, কোন্ অবস্থায় কবির এই উপলব্ধি?
ছ) কবি কীভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন? ২০১৫, ২০২৩
৮) “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন”
ক) ‘আমৃত্যুর দুঃখের তপস্যা’ বলতে কী বোঝানো হয়েছে?
খ) কেন কবি এই জীবনকে ‘দুঃখের তপস্যা’ বলেছেন?
গ) এখানে কবির মনোভাবের বিবর্তনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখ।
৯) “সত্যের দারুণ মূল্য লাভ করিবারে”
ক) ‘সত্যের দারুন মূল্য’ কী?
খ) এই মূল্য কীভাবে লাভ হয়?
গ) রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় সত্যকে কখনো ‘কঠিন’ আবার কখনো ‘দারুণ’ বলেছেন কেন?
অথবা
রবীন্দ্রনাথ সত্যকে কখনো কঠিন কখনো দারুণ বলেছেন - কবিতার নিরিখে কবির এই উপলব্ধির যথার্থতা বিচার কর।
১০) “মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে” - ২০১৯
ক) বক্তা কে?
খ) ‘মৃত্যুতে সকল দেনা’ বলতে কি বোঝানো হয়েছে? অথবা, কীসের দেনা?
গ) কিভাবে এই দেনা শোধ করা যাবে বলে কবি মনে করেন? অথবা, কবি সে ‘দেনা’ না কিভাবে শোধ করতে চেয়েছেন?
১১) রূপনারায়ণের কূলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনসায়াহ্নে উপনীত হয়ে যা উপলব্ধি করেছেন তা নিজের ভাষায় লেখো।
এই প্রশ্নের উত্তর আছে “কঠিনেরে ভালোবাসিলাম” - এই প্রশ্নের ‘ঘ’ দাগের উত্তরে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন