দ্বাদশ শ্রেণির আন্তর্জাতিক কবিতার প্রশ্ন ও উত্তর
![]() |
‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর |
কবিতাটি পড়ো
১) “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” — ২০১৫
ক) ‘সেই সন্ধ্যায়’ বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে?
খ) রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল?
খ) রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল?
গ) এই নির্মানের সংক্ষিপ্ত ইতিহাস লেখো।
ঘ) এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন?
ঘ) এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন?
২) “পাতায় পাতায় জয় / জয়োৎসবের ভোজ বানাত কারা?” — ২০১৬
ক) ‘জয়োৎসবের ভোজ’ কী?
খ) ‘পাতায় পাতায়’ বলতে কোন্ পাতার কথা বোঝানো হয়েছে?
গ) পাতায় পাতায় কাদের জয় লেখা?
ঘ) ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
৩) বইয়ে লেখে রাজার নাম। / রাজারা কি পাথর ঘাড়ে করে অনত?” — ২০১৭
ক) এখানে কোন্ বইয়ের কথা বলা হয়েছে?
খ) কারা পাথর ঘাড়ে করে আনতো? — ২০১৭
গ) তারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? — ২০১৭
ঘ) কাদের কথাই বা এই বইয়ে লেখা থাকে এবং কেন?
ঙ) এই বইয়ে কাদের কথা লেখা উচিত এবং কেন?
৪) কে আবার গড়ে তুলল এতবার? — ২০১৮, ২০২২
ক) এখানে কী গড়ে তোলার কথা বলা হয়েছে?
খ) এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?
৫) “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। / একলাই না কি?” — ২০১৯
ক) আলেকজান্ডার কে ছিলেন?
খ) ‘একলাই না কি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
অথবা,
এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন আলোচনা করো।
গ) তার ভারত জয় প্রসঙ্গ কবিতাটিতে কতটা প্রাসঙ্গিক হয়েছে?
ঘ) সম্পূর্ণ উক্তিটিতে কোভিদ যে মনোভাব প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও।
৬) “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি?” — ২০২০
ক) উদ্ধৃত অংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন্ কোন্ শাসকের নাম আছে?
খ) ‘ফিলিপ’ কে? তিনি কেঁদেছিলেন কেন?
গ) ‘আর কেউ কাঁদেনি?’ — বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন?
৭) “জয়তোরণে ঠাসা মহনীয় রোম। / বানাল কে?” — ২০২৩
ক) কথাটি ব্যাখ্যা করো। — ২০২৩
অথবা,
উদ্ধৃত অংশটি তাৎপর্য আলোচনা কর
খ) প্রসঙ্গটি উল্লেখের কারণ কী? — ২০২৩
গ) রোমকে মহনীয় বলা হয়েছে কেন?
৮) ‘পড়তে জানে এমন একজন মজুরের প্রশ্ন’ কবিতায় কবির সমাজ চেতনার কী পরিচয় পাওয়া যায়?
৯) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কবির ইতিহাস চেতনার কী পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো।
১০) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার মূল বক্তব্য আলোচনা করো।
১১) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ — কবিতায় বক্তার প্রশ্নগুলি কতটা প্রাসঙ্গিক তা পর্যালোচনা করো।
১২) এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো?
ক) বাইজেন্টিয়াম কী?
কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।
১৩) “বিরাট আর্মাডা যখন ডুবল”
ক) আর্মাডা কী?
খ) আর্মাডা কেন ডুবেছিল?
গ) আর্মাডা ডোবার প্রতিক্রিয়া কাদের মধ্যে কীভাবে দেখা গিয়েছিল?
অথবা,
মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ কর।
ঘ) বক্তব্যটির মর্মার্থ আলোচনা করো।
১৪) “সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক।”
ক) দ্বিতীয় ফেডারিক কে ছিলেন?
খ) তাঁর সংক্ষিপ্ত পরিচয় দাও।
গ) তাঁর যুদ্ধজয়ের কাহিনী এখানে উল্লেখ করার কারণ কী?
১৫) কত সব খবর! / কত সব প্রশ্ন!
ক) কীসের খবর?
খ) এই সব খবরকে কেন্দ্র করে কবি যে যে প্রশ্ন তুলেছেন তা সংক্ষেপে আলোচনা করো।
গ) এইসব প্রশ্ন তোলার মধ্য দিয়ে কবি কোন্ মনোভাবের পরিচয় পাওয়া যায়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন