গল্প। কে বাঁচায়, কে বাঁচে। প্রশ্নোত্তর
উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন
বাংলা সাহিত্যচর্চা
Higher secondary Bengali Proses questions and answers
কে বাঁচায়, কে বাঁচেগল্পের প্রশ্নোত্তর
১) ছোটোগল্প হিসেবে 'কে বাঁচায়, কে বাঁচে' গল্পটির সার্থকতা বিচার করো।
২) কে বাঁচায়, কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা বিচার কর।
৩) 'কে বাঁচায়, কে বাঁচে' গল্প অবলম্বনে নিখিল চরিত্রের বিশ্লেষণ করো।
৪) ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের নায়ক মৃত্যুঞ্জয় এর চরিত্র আলোচনা কর।
৫) কে বাঁচায়, কে বাঁচে গল্পে দুর্ভিক্ষজনিত (মন্বন্তরজনিত) অনাহার ও অনাহারে মৃত্যু সম্বন্ধে ভাবনাগুলো লিপিবদ্ধ করো।
৬) মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।
ক) মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল?খ) শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়ের কি পরিণতি লক্ষ্য করা গেল?
৭) “...... মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা-তাপস বলে”।
ক) কোন প্রসঙ্গে কার এমন ভাবনা?খ) এমন ভাবনার যথার্থতা গল্প অবলম্বনে ব্যাখ্যা কর।
৮) মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়
ক) উদ্ধৃত অংশটির বক্তা কে?খ) কার সম্পর্কে কোন প্রসঙ্গে বক্তা এই অভিব্যক্তি প্রকাশ করেছেন?
গ) তার এই অভিব্যক্তির যথার্থতা নির্ণয় কর?
৯) শক্তির একটা উৎস আছে তার মধ্যে
ক) বক্তাকেখ) কোন্ প্রসঙ্গে তার এই উপলব্ধি?
গ) এখানে কার কোন্ শক্তির কথা বলা হয়েছে?
১০) মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে
ক) ‘সে’ কে?খ) কোন্ প্রসঙ্গে সে কী ভাবে?
গ) তার এ ধরনের ভাবনার (ধারণার) কারণ কী?
১১) ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পুণ্য হয়ে থাকে...
ক) কে ভাবছে একথা? অথবা, বক্তাকে?খ) তার এরূপ (‘ভিক্ষা দেওয়া’কে অস্বাভাবিক পাপ) ভাবার কারণ কী?
গ) এ প্রসঙ্গে উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
১২) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।
ক) কে, কোন প্রসঙ্গে এ কথা ভাবছে?খ) এই ভাবনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
গ) কে, কেন এবং কীভাবে দেশের লোককে বাঁচাতে চায়?
১৩) মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় - ২০১৫
ক) মৃত্যুঞ্জয় কে?
খ) তার বাড়ির অবস্থা শোচনীয় কেন?
১৪) নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না - ২০১৬
ক) কোন্ প্রসঙ্গে নিখিলের এই ভাবনা?
খ) এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
১৫) দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয় - ২০১৮
ক) মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগল?
খ) তার এমন হয়ে যাওয়ার কারণ কী?
১৬) ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই - ২০১৯
ক) বক্তা কে?
খ) এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে?
১৭) এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? - ২০২০
ক) কে কোন্ অপরাধের কথা বলেছেন?
খ) বক্তা নিজেকে অপরাধী মনে করছেন কেন?
১৮) ওটা পাশবিক স্বার্থপরতা - ২০২৩
ক) কে, কোন্ বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন?
খ) তার এরকম বলার কারণ কী?
অথবা
ক) কে, কাকে, কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন?
খ) উদ্ধৃত অংশের তারপর্য বুঝিয়ে দাও।
১৯) “কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই।”
ক) ‘কারো’ বলতে কাদের কথা বলা হয়েছে?
খ) আর কীভাবে এ কথা মনে হয়েছে?
গ) এই নালিশ ও প্রতিবাদ না থাকার কারণ কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন