“অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক” - ২০২০ অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ক) এখানে কাদের কথা বলা হয়েছে? খ) তারা অবসন্ন কেন? গ) ‘ধুলোর কলঙ্ক’ বলতে কবি কি বুঝিয়েছেন? ঘ) এ প্রসঙ্গে কবির ভাবনার পরিচয় দাও। ক) কাদের কথা : বিশ শতকের তিরিশের দশকের কবি সমর সেন প্রণীত ‘কয়েকটি কবিতা’ নামাঙ্কিত কাব্যগ্রন্থের অন্তর্গত ‘মহুয়ার দেশ’ নামক কবিতা থেকে উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে। এখানে কয়লার খনিতে কর্মরত, জীবন যন্ত্রণায় কাতর ও অবসাদগ্রস্থ মানুষদের কথা বলা হয়েছে। খ) তাদের অবসন্ন হওয়ার কারণ : কবি সমর সেনের ভাবনায়, মহুয়ার দেশ হলো এমন এক জগৎ যেখানে নাগরিক সভ্যতার দূষণ থেকে মুক্তি পাওয়ার রসদ রয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখেন, পুঁজিবাদের আগ্রাসন অরণ্য ভূমির নির্জনতাকে ভেঙে খান খান করে দিয়েছে। জমিহারা মানুষগুলো কয়লা খনির দুর্গম গভীরে নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে। বিনিময়ে পাচ্ছে না ভালো-থাকার জন্য প্রয়োজনীয় মজুরি। প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই মানুষগুলো আধুনিক সভ্যতার কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। সারা শরীরে ‘ধুলোর কলঙ্ক’ মাখা এই মান...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর