“বইয়ে লেখে রাজার নাম। / রাজারা কি পাথর ঘাড়ে করে অনত?” — ২০১৭ বইয়ে লেখে রাজার নাম / রাজারা কি পাথর ঘাড়ে করে আনত? ক) এখানে কোন্ বইয়ের কথা বলা হয়েছে? খ) কারা পাথর ঘাড়ে করে আনতো? — ২০১৭ গ) তারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? — ২০১৭ ঘ) কাদের কথাই বা এই বইয়ে লেখা থাকে এবং কেন? ঙ) এই বইয়ে কাদের কথা লেখা উচিত এবং কেন? ক) এখানে কোন্ বইয়ের কথা বলা হয়েছে? উদ্ধৃত অংশটি কবি বের্টোল্ট ব্রেখ্ট-এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে প্রাচীন মিশরের সাত দরজা ওয়ালা থিমস নগরের কথা আছে। এই নগরী দরিদ্র লাঞ্ছিত শ্রমজীবী মানুষের হাড়ভাঙ্গা কায়িক শ্রমের বিনিময়ে গড়ে উঠেছিল। অথচ ইতিহাস তাদের মনে রাখেনি। উদ্ধৃত অংশে এই থিবস নগরী গড়ে ওঠার ইতিহাসের কথা বলা হয়েছে। খ) কারা পাথর ঘাড়ে করে আনতো? — ২০১৭ প্রাচীন মিশরের থিবস নগরের গড়ে তোলার ক্ষেত্রে সেখানকার শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ভূমিকাই ছিল প্রধান। কারণ, তারাই পাথর ঘাড়ে করে বয়ে এনে এই নগরী গড়ে তুলেছিলেন। গ) তারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? — ২০১৭ শ্রমই সম্পদের মূল চাবিকাঠি। শ্রমিকের শ্রমেই মূল্যহীন বস্তু সম...
উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার যথাযথ উত্তর