হাত বাড়াও - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর —২০১৬
হাত বাড়াও - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরহাত বাড়াও : প্রবন্ধটি পড়ো |
৫.১) হাত বাড়াও গদ্যাংশটি সুভাষ মুখোপাধ্যায় যে প্রেক্ষাপটে রচনা করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও। |
৫.২) “পাতলা কুয়াশায় মোড়া পঞ্চাশের আকালের এক সকাল”
ক) ‘পঞ্চাশের আকাল’ কী?খ) এই সকালে দেখা দৃশ্যটির বর্ণনা দাও।
গ) এই দৃশ্য দেখার পর লেখক এর মধ্যে কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল?
৫.৩) “একটা অদ্ভুত জন্তু দেখলাম।”
ক) কে কখন কোথায় কী দেখলে?খ) অদ্ভুত জন্তুটির বর্ণনা দাও।
গ) জন্তুটিকে কেন্দ্র করে লেখক কোন কথা বলতে চেয়েছেন?
খ) স্তম্ভিত হওয়ার কারণ কী ছিল?
গ) পরবর্তীতে লেখকের কী উপলব্ধি হয়েছিল?
খ) এই মানুষটির (অমৃতের পুত্র) বর্ণনা দাও।
গ) এই উক্তির মাধ্যমে লেখক কী বোঝাতে চেয়েছেন?
খ) তার শারীরিক বর্ণনা দাও।
গ) বক্তার এই মনোভাবের কারণ বিশ্লেষণ করো।
অথবা, চোখ দুটো বক্তা কে পাগল করে কেন?
খ) ‘নদীমালার’ সঙ্গে ‘দু-হাতে সোনা ছড়ানো’র সম্পর্ক কী?
গ) তার সম্পর্কে লেখক যা বলতে চেয়েছেন বুঝিয়ে বলো।
খ) এখানে কাদের খুনি বলা হয়েছে এবং কেন?
অথবা, কার কথা বলা হয়েছে?
খ) সে কিরূপ শাস্তি চায়?
অথবা, সে কিভাবে শাস্তি চায় বুঝিয়ে লেখো।
গ) ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক কী উপলব্ধিতে উপনীত হয়েছিলেন?
ঘ) লেখক তাকে কীভাবে এবং কেন সাহায্য করতে বলেছেন?
খ) কেনই বা লেখক শান্তি প্রার্থনা করেছেন তা বুঝিয়ে লেখো।
খ) তার উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে লেখক আসলে কী দেখাতে চেয়েছেন?
গ) লেখক তাকে কীভাবে ভাবে সাহায্য করতে বলেছেন?
খ) তাকে কেন সাহায্য করতে বলেছেন?
গ) কীভাবে সাহায্য করতে বলেছেন?
৫.৪) “সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম”
ক) কোন দৃশ্য দেখে লেখক স্তম্ভিত হয়ে গেলেন?খ) স্তম্ভিত হওয়ার কারণ কী ছিল?
গ) পরবর্তীতে লেখকের কী উপলব্ধি হয়েছিল?
৫.৫) “অমৃতের পুত্র মানুষ।”
ক) কোন প্রসঙ্গে লেখক এর এই উক্তি?খ) এই মানুষটির (অমৃতের পুত্র) বর্ণনা দাও।
গ) এই উক্তির মাধ্যমে লেখক কী বোঝাতে চেয়েছেন?
৫.৬) “কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে।”
ক) চোখ দুটি কার?খ) তার শারীরিক বর্ণনা দাও।
গ) বক্তার এই মনোভাবের কারণ বিশ্লেষণ করো।
অথবা, চোখ দুটো বক্তা কে পাগল করে কেন?
৫.৭) “দু-হাতে সোনা ছড়ানো নদী মালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি।”
ক) এখানে কার নিঃশ্বাসের কথা বলা হয়েছে?খ) ‘নদীমালার’ সঙ্গে ‘দু-হাতে সোনা ছড়ানো’র সম্পর্ক কী?
গ) তার সম্পর্কে লেখক যা বলতে চেয়েছেন বুঝিয়ে বলো।
৫.৮) “সরু লিকলিকে আঙুল দিয়ে সেইসব খুনিদের সে শনাক্ত করছে”
ক) কে শনাক্ত করছে?খ) এখানে কাদের খুনি বলা হয়েছে এবং কেন?
অথবা,
এখানে খুনি বলতে লেখক কাদের বুঝিয়েছেন এবং কেন?
গ) সে খুনিদের শনাক্ত করছে কেন?
অথবা,
গ) সে খুনিদের শনাক্ত করছে কেন?
অথবা,
‘সে শনাক্ত করছে’ বলার কারণ কী?
৫.৯) “সেই দুটি জলন্ত চোখ শাস্তি চায়”
ক) এখানে ‘কোন চোখে’র কথা বলা হয়েছে?অথবা, কার কথা বলা হয়েছে?
খ) সে কিরূপ শাস্তি চায়?
অথবা, সে কিভাবে শাস্তি চায় বুঝিয়ে লেখো।
গ) ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক কী উপলব্ধিতে উপনীত হয়েছিলেন?
ঘ) লেখক তাকে কীভাবে এবং কেন সাহায্য করতে বলেছেন?
৫.১০) “এবার শান্তি।”
ক) এ শান্তি কীভাবে পাওয়ার কথা বলা হয়েছে?খ) কেনই বা লেখক শান্তি প্রার্থনা করেছেন তা বুঝিয়ে লেখো।
৫.১১) “দু পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে।”
ক) এখানে কার উঠে দাঁড়ানোর কথা বলা হয়েছে?খ) তার উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে লেখক আসলে কী দেখাতে চেয়েছেন?
গ) লেখক তাকে কীভাবে ভাবে সাহায্য করতে বলেছেন?
৫.১২) “তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো।” — ২০১৬
ক) লেখক কাকে সাহায্য করতে বলেছেন?খ) তাকে কেন সাহায্য করতে বলেছেন?
গ) কীভাবে সাহায্য করতে বলেছেন?
----------xx----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন