শম্ভু মিত্রের নাটক ‘বিভাব’। নাটকের প্রশ্ন ও উত্তর
উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন - নাটক : ‘বিভাব’
নাটকটি পড়ো
- ১) ‘বিভাব’ কথার সাধারণ অর্থ কী? ‘বিভাব’ নাটকটির নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ, আলোচনা করো।
- ২) “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব’ নাটক।” — ২০১৫
- ৩) “তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি।”
- ৪) “বুদ্ধিটা কী করে এলো তা বলি।”
- ৫) “আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম।” — ২০১৬
- ৬) “তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন।” — ২০১৭, ২০২৩
- ৬/১) “এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।” — ২০২০
- ৭) “এই পড়ে বুকে ভরসা এলো”
- ৮) “আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত...।”
- ৯) “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।”
- ১০) “আমাদের একটা লাভ সিন করা উচিত।”
- ১১) “আরে সব সময় কি aesthetic দিক দেখলেই চলে? Box office বলেও তো একটা কথা আছে?”
- ১২) “...এটা অন্য রকমের লভ সিন; প্রোগ্রেসিভ লভ সিন।”
- ১৪) “তাহলে আপনার হাসি জীবনে কোনদিন পাবে না।”
- ১৪) “সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেড পন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি।”
- ১৫) “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না।”
- ১৬) “কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই।”
- ১৭) “জীবন কোথায়?” — ২০১৯, ২০২২
- ১৮) “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে।”
- -----------xx----------
- 📢 অজিতেশ বন্দ্যোপাধ্যায় এর নাটক ‘নানা রঙের দিন’ : প্রশ্ন ও উত্তর।
১) ‘বিভাব’ কথার সাধারণ অর্থ কী? ‘বিভাব’ নাটকটির নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ, আলোচনা করো।
২) “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব’ নাটক।” — ২০১৫
🔘 অভাবের চিত্র ‘বিভাব’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো।
৩) “তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি।”
ক) বক্তা কে?
খ) কোন প্রসঙ্গে তিনি মন্তব্যটি করেছেন?
গ) ভেবেচিন্তে কী প্যাঁচ বের করা হয়েছিল?
ঘ) সেই প্যাঁচের বুদ্ধিটা কীভাবে এসেছিল?
৪) “বুদ্ধিটা কী করে এলো তা বলি।”
ক) বুদ্ধিটা কী?
খ) কীভাবে তা বক্তার মাথায় এসেছিল?
৫) “আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম।” — ২০১৬
ক) বক্তা মারাঠি তামাশয় কী দেখেছিলেন?
খ) বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন?
গ) তার কোন দূরবর্তী ছায়া বিভাব নাটকে দেখা যায়?
৬) “তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন।” — ২০১৭, ২০২৩
ক) আইজেনস্টাইন সাহেব কে?
খ) তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন?
গ) সেই অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন?
৬/১) “এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।” — ২০২০
ক) ‘এমন সময়’ বলতে কোন্ পরিস্থিতির কথা বলা হয়েছে?
খ) তিনি কী লিখেছিলেন?
৭) “এই পড়ে বুকে ভরসা এলো”
ক) কি পড়ে বক্তার ভরসা এসেছিল?
খ) কেন ভরসা এসেছিল?
৮) “আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত...।”
ক) উক্তিটি কার?
খ) মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আলোচনা করো।
৯) “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।”
ক) বক্তা কে?
খ) এই মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করো। অথবা, কোন প্রসঙ্গে কেন এই উক্তির অবতারণা?
গ) নাট্য বিষয়ে এই মন্তব্যটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনা করো।
১০) “আমাদের একটা লাভ সিন করা উচিত।”
ক) বক্তা কে?
খ) বক্তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাটকের যে দৃশ্যটি তৈরি হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো।
অথবা,
বিভাব নাটক অবলম্বনে ‘লভ সিন’ এর দৃশ্যটি বর্ণনা করো।
১১) “আরে সব সময় কি aesthetic দিক দেখলেই চলে? Box office বলেও তো একটা কথা আছে?”
ক) কে কাকে একথা বলেছে?
খ? বক্তার একথা বলার কারণ কী?
গ) বক্তার এই মন্তব্যের আলোকে বিভব নাটকে নান্দনিকতার সঙ্গে জনপ্রিয়তার বিপরীত ধর্মীতা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো।
ঘ) বিভাব নাটকটি অবলম্বনে বক্তার এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।
১২) “...এটা অন্য রকমের লভ সিন; প্রোগ্রেসিভ লভ সিন।”
ক) বক্তা কে?
খ) অন্য রকমের লভ সিন বলতে কী বোঝানো হয়েছে?
গ) লাভ সিনটির বিবরণ দাও
ঘ) কেন দৃশ্যটিকে প্রগ্রেসিভ বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো।
১৪) “তাহলে আপনার হাসি জীবনে কোনদিন পাবে না।”
ক) উক্তিটি কার?
খ) কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন?
গ) কেন তিনি এমন কথা বলেছেন?
১৪) “সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেড পন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি।”
ক) বক্তা কে?
খ) কোন পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্যটি করেছেন আলোচনাটি করো।
১৫) “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না।”
ক) বক্তা কে?
খ) বক্তার এমন উপলব্ধির কারণ কী? অথবা, কখন কোন পরিস্থিতিতে বক্তার কেন এমন মনে হয়েছিল কেন?
গ) জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন?
ঘ) শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল?
ঘ) শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল?
ঙ) বক্তার এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।
১৬) “কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই।”
ক) বক্তা কে?
খ) ‘কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই’ বলে বক্তা মনে করেছেন কেন?
অথবা,
বক্তার এই মন্তব্যটির কারণ আলোচনা করো।
১৭) “জীবন কোথায়?” — ২০১৯, ২০২২
ক) কে কাকে একথা বলেছেন?
খ) বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন?
খ) বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন?
গ) সত্যিই কি তাঁরা হাস্যজ্জ্বল জীবনের সন্ধান পেয়েছিলেন?
১৮) “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে।”
ক) কে, কখন এ কথা বলেছে?
অথবা,
কোন ঘটনার প্রেক্ষিতে একথা বলা হয়েছে?
খ) এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন?
গ) সমগ্র নাট্য কাহিনীর নিরিখে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন